WO8V বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখিয়া চণ্ডীর রূপ ব্যাধের নন্দন। মূৰ্ছিত পড়িল ভূমে মুদিত লোচন। ফুল্লরা পড়িল ভূমে হইয়া মুছিত। শ্রীকবিকঙ্কণ গান মধুর সঙ্গীত। কালকেতুকে চণ্ডীর মাণিক্য অঙ্গুরী ও সপ্ত ঘড়া ধন প্রদান। মূৰ্ছিত দেখিয়া বীরে বলেন ভবানী। মূৰ্ছা ত্যজি উঠ পুত্র তেজিয়া ধরণী। উঠ উঠ ফুল্লরা বলেন মহামায়া। বিনাশ করিব দুঃখ তোরে করি দয়া॥ চণ্ডীর বচনে উঠে ব্যাধের কুমার। অভয়া সম্মুখে রহে যোড় করি কর। কৃতাঞ্জলি করিয়া কহেন মহাবীর। দেখিতে দেখিতে হৈল পূর্বের শরীর॥ প্রদক্ষিণ করি কালু কৈল নমস্কার। ফুল্লরা সুন্দরী দিল জয় জয়কার॥ বীর-হস্তে দিলা চণ্ডী মাণিক্য অঙ্গুরী। লইতে নিষেধ করে ফুল্লর সুন্দরী॥ এক অঙ্গুরীতে প্রভু হবে কোন কাম। সারিতে নারিবে প্রভু হবে নাম। ফুল্লরার অভিলাষ বুঝিয়া পার্ব্বতী। আর কিছু ধন দিতে চলিলেন সতী॥ অভয়া বলেন বাছা লহ শিকা ভার। লহ ঝুড়ি কোদালী খনত খরধার। কোদালী খনত মাত না পাব নিয়ড়ে (১)। তুমি আজ্ঞা দিলে ধন খুড়িব চোয়াড়ে। আগে আগে হৈল মহামায়ার গমন। পশ্চাতে চলিল বীর হাতে শরাসন॥ দাড়িম্ব তরুর তলে দিল দরশন। দেখাইয়া দিলা চণ্ডী যেই স্থানে ধন॥ চণ্ডিকা স্মরিয়া বীর লইল চোয়াড়। ঢেলা কাটি ফেলে যেন পুকুরের পাড়। (১) নিকটে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।