পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। ○8。 বীর দেয় অঙ্গুরী বাণিয়া প্রণাম করি যোখে (১) রত্ন চড়ায়ে পড়ান (২)। কুঁচ দিয়া করে মান ষোল রতি দুই ধান শ্রীকবিকঙ্কণ রস গান ৷ মুরারি শীলের প্রতারণা। সোণী রূপ নহে বাপ এ বেঙ্গা পিত্তল। জর কষাকৰি। ঘষিয়া মজিয়া বাপ করেছ উজ্জল ৷ রতি প্রতি হৈল বীর দশ গণ্ডা দর। দুধানের কড়ি আর পাঁচ গণ্ডা ধর। অষ্ট পণ পাচ গণ্ডা অঙ্গুরীর কড়ি। মাংসের পেছিল (৩) বাকী ধারি দেড় বুড়ি। একুনে হৈল অষ্টপণ আড়াই বুড়ি। কিছু চালু চালুক্কুদ কিছু লহ কড়ি॥ বীর বলে কিবা আমি দেখেছি স্বপন। অঙ্গুরী সমান মিথ্যা সাত ঘড়া ধন ৷ কালকেতু বলে খুড়া মূল্য নাহি চাই। যে জন অঙ্গুরী দিল দিব তার ঠাই॥ বেণে বলে দরে বাড়াইলাম পঞ্চবট। আমা সঙ্গে সওদা কর না পাবে কপট। ধর্ম্মকেতু (৪) ভায়া সঙ্গে ছিল লেনা দেন। তাহা হৈতে দেখি বাপা বড়ই সেয়ান॥ কালকেতু বলে খুড়া না কর ঝগড়া। অজুরী লইয়া আমি যাই অন্ত পাড়া। - বেণে বলে দরে বাড়াইলাম আড়াই বুড়ি। চাল ক্ষুদ না লও গণে লও কড়ি ৷ (১) পরিমাণ করে। (২) বাটকড়া। (গ) পূর্ব্বের। (৪) কালকেতুর পিতার মাম।