లిగ్రీ రి বঙ্গ-সাহিত্য-পরিচয়। ধনপতি সদাগর খুল্লনাকে বিবাহ করিতে ইচ্ছুক; কিন্তু প্রথমা পত্নী লহনাকে সম্মত না করাইয়া বিবাহ করিতে পারেন না, এই জন্য কৌশলে সম্মতি লইতে চেষ্টা করিতেছেন। লহনা লহন বলি ডাকে সদাগর। অভিমানযুক্ত রাম না দেয় উত্তর॥ ইঙ্গিতে বুঝিল লহনার অভিমান। কপট সস্তাষে সাধু লহন বুঝান ৷ রূপ নাশ কৈলে প্রিয়ে রন্ধনের শালে। চিন্তামণি নাশ কৈলে কাচের বদলে॥ - স্নান করি আসি শিরে না দেও চিরুণী। রৌদ্র না পায় কেশ শিরে বিন্ধে পানী॥ অবিরত ঐ চিন্তা অন্ত নাহি গণি। রন্ধনের শালে নাশ হইল পদ্মিনী ৷ মাস পিসী মাতুলানী ভগিনী সতিনী। কেহ নাহি থাকে ঘরে হইয়া রান্ধনী॥ যুক্তি যদি লয় মনে কহিবা প্রকাশি। রন্ধনের তরে তব করে দিব দাসী॥ বরিষা বাদলেতে উনানে পাড় ফুক। কপূর তাম্বল বিনা রসহীন মুখ ৷ সদাগর বলে যত কপট প্রকাশ। উত্তর না দেয় রামা ছাড়য়ে নিশ্বাস॥ প্রহেলিকা ৷ প্রহেলিকা কহে শুক রাজার সমাজে। নৃপতির আদেশে পণ্ডিতগণ বুঝে॥ ১। বিধাতা নির্ম্মিত ঘর নাহিক দুয়ার। যোগীন্দ্র পুরুষ তায় আছে নিরাহার॥ যখন পুরুষবর হয় বলবান। বিধাতার ঘর ভাঙ্গি করে খান খান॥—৬িম্ব।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।