চণ্ডীকাব্য—কবিকঙ্কণ–১৫৭৭–১৫৮৯ খৃস্টাব্দ। වේL S ২। মস্তকে করিয়া আনে হয়ে যত্নবান। বিনা অপরাধে তার করে অপমান॥ অপমানে গুণ তার দূর নাহি যায়। অবগু করিয়া দেয় সম্বল উপায়॥–কুম্ভকারের মৃত্তিকা। ৩। বিষ্ণুপদ (১) সেবা করে বৈষ্ণব সে নয়। গাছের পল্লব নয় অঙ্গে পত্র হয়॥ পণ্ডিত বুঝিতে পারে দুচারি দিবসে। মূখেতে বুঝিতে নারে বৎসর চল্লিশে॥–পক্ষী। ৪। বেগে ধায় রথ নাহি চলে এক পা। নাচয়ে সারথি তথি পসারিয়া গা॥ হিয়ালি প্রবন্ধে হে পণ্ডিত দে মতি। অন্তৰীক্ষে ধায় রথ ভূতলে সারথি –বুড়ী। ৫। শিরঃস্থানে নিবসে পুরের দুই র্যাড়। ভাল মন্দ সবাকার করয়ে বিচার॥ বিচার করিয়া সেহ রহে মৌন শালী। পুরস্কার করে তার মুখে দিয়া কালী॥—কলম। ৬। দেখিতে পুরুষ দুই মুখ এক কায়। এক মুখে উগারে আর মুখে খায়। মরিলে জীবন পায় হুতাশ পরশে। বুঝ বুঝ পণ্ডিত সে কোন দেশে বৈসে —উনন। ৭। জীয়ন্তেতে মৌনী সে মরিলে ভাল ডাকে। অঙ্গেতে নাহিক ছাল বিধির বিপাকে॥ অবহু আনয়ে নৱ মঙ্গল বিধানে। হিয়ালি প্রবন্ধ কবিকঙ্কণেতে ভণে —শঙ্খ। ৮। দেখি ভয়ঙ্কর অতি বিপরীত কায়। ব্যাঘ্র ভাল্লুক নহে পথিক ডরায়॥ ঐকবিকঙ্কণ কহে বিপরীত বাণী। ধরাধর নহে সেই বরিষয়ে পানী –মেঘ। (১) আকাশ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।