৩৫২ বঙ্গ-সাহিত্য-পরিচয়। ৯। জন্ম হৈতে গাছ বায় (১) রুধির ভক্ষণ। দুই জনে জড় হৈলে অবশ্য মরণ॥ মরণ সময়ে নর ছাড়ে হুহুঙ্কার। শ্রীকবিকঙ্কণ গান হিয়ালির সার —উকুন। ১০। এক বর্ণ নহে সে অনেক বর্ণ কায়। আপনি বুঝিতে নারে পরেরে বুঝায় –পুথি। শ্রীকবিকঙ্কণ গায় হিয়ালি রচিত। বার মাস ত্রিশ দিন বন্ধেন পণ্ডিত! খুল্লনার প্রতি লহনার যত্ন। সাধু গেল গৌড় পথে লহনার হাতে হাতে খুল্লনা করিয়া সমর্পণ। পালয়ে স্বামীর সত্য জননী সমান নিত্য খুল্লনার করয়ে পালন॥ যবে ছয় দণ্ড বেলা কুস্কুমে তুলিয়া মলা নারায়ণ তৈল দিয়া গায়। যাহারা প্রাণের সর্থী শিরে দিয়া আমলকী তোলা জলে স্নান করায়॥ আপনি লহনা নারী শিরেতে ঢালয়ে বারি পরিবার যোগায় বসন। করেতে চিরুণী ধরি কুন্তল মার্জন করি অঙ্গে দেয় ভূষণ চন্দন॥ যবে বেলা দণ্ড দশ হেম থালে ছয় রস (২) সহিত যোগায় অন্ন পান। ভুঞ্জয়ে খুল্লনা নারী কাছে থোয় হেম ঝারী লহনার খুল্পনা পরাণ॥ ওদন পায়স পিঠা পঞ্চাশ ব্যঞ্জন মিঠা অবশেষে ক্ষীর খণ্ড কলা। পরাণ লহনা নারী গায়ে দেখি ঘর্ম্ম বারি পাথা ধরি ব্যজয়ে দুর্ব্বল ৷ অন্ন খায় লজ্জা করি যদি বা খুল্লনা নারী লহনা মাথার দেয় কিরা। (১) বাহিয়া থাকে। (২) কটু, তিক্ত, কষায়, লবণ, অম্ল ও মধুর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।