চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। ○QQ প্রবেশ করিল ছেলী গহন কানন। কেঙদা ডাঙ্গায় রামা দিল দরশন॥ যতেক ছাগল সব চারি দিগে ধায়। ফুটিল কুশের কাটা রক্ত পড়ে পায়। বৃক্ষতলে বসি ছেলী করে অপেক্ষণ। লহনা লইয়া কিছু শুনহ বচন॥ দুর্ব্বলার হাতে ধরি কহেন লহনা। ঔষধের প্রস্তাব। মন দিয়া হয় মোর সাধহ কামনা ৷ ঔষধ করিয়া মোর সাধহ সম্মান। সাধুসনে করি দেহ একই পরাণ ৷ দুর্ব্বল বলয়ে যদি ভ্রমি দিন চারি। তবে সে ঔষধ আমি করিবারে পারি॥ ঔষধের ছলে দ্রুয়া হইয়া বিদায়। দ্রুতপদে দুবলী ইছানী (১) পথে যায়। প্রভাতে চলিল হৈল দ্বিতীয় প্রহর। লঘুগতি পাইল গিয়া লক্ষপতি-ঘর। দুর্ব্বলার শব্দ পায়া ধায় রম্ভাবতী। চরণে ধরিয়া দুয়া করিল প্রণতি॥ অনেক দিবস ভুয়া নাহি আইস হেথা॥ খুল্লনা-বিবাহ সাধু কৈল পাপ-ক্ষণে। বিবাহের কালে কেতু আছিল লগনে। লগনের কথা সাধু ন কৈল বিচার। খুল্লনা ছাগল রাখে তার প্রতিকার॥ ছাগল রক্ষণে যদি তুমি দেও বাদ। তোমার জামাত লয়ে পড়িবে প্রমাঙ্গ॥ হেন বাক্য হৈল যদি দুর্ব্বলার তুণ্ডে। আকাশ ভাঙ্গিয়া পড়ে রম্ভাবতী-মুণ্ডে। অজা লয়ে আইল রামা বেলা অবশেষ। গৃহে খুল্লনার কষ্ট। অজা সব অজাশালে করিল প্রবেশ॥ ছয়ারে দাড়ায় রামা বুকে দিয়া হাত। লহনার আদেশে আনিল কচুর পাত। (১) গ্রামের নাম।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।