পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○Qb〜 শুকের প্রতি গঞ্জন ও নিৰেন্দন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নবীন পল্লবগণ রামার হরয়ে মন দেখি মনে ভাবয়ে খুল্লনা। বসন্ত আসিয়া কিবা অটবী করিল শোভ ভালে দিয়া সিন্দূর অর্চনা ৷ এক ফুলে মকরনদ পান করি সদানন্দ ধায় অলি অপর কুসুমে। এক ঘরে পায়্যে মান গ্রামযাজী দ্বিজ যান অন্ত ঘরে আপন সন্ত্রমে ৷ মন্দ মনদ প্রভঞ্জনে পড়য়ে কুসুম-বনে পাতিলেন অঞ্চল খুল্লনা। মনে নানা অভিলাষ প্রভু আসিবেন বাস ভেবে করে কামের অর্চনা ৷ কোকিল পঞ্চম গায় অলি মকরনদ খায় মন্দ মন্দ সুগন্ধী পবন। তরু ডালে শারী শুকে আলিঙ্গন মুখে মুখে দেখি রামা আকুলিত মন॥ দেখি মুকুলিত তরু প্রেম-মুগ্ধ রামা ভীরু গঞ্জিয়া বলেন শারী শুকে। বসন্তের উপাখ্যান শ্রীকবিকঙ্কণ গান রাজা রঘুনাথের কৌতুকে॥ শুক তুমি দিলা কতেক যাতনা। আইলা রাজার স্থান পিঞ্জরে সাধিতে মান অনাথিনী করিল খুল্লনা। গৌড়ে গেল প্রাণনাথ ছেলী রাখি খাই ভাত পরিতে না মিলে পরিধান। সতিনী মরণ তাকে কেবল তোমার পকে খুল্লনার এত অপমান॥ আমার বধিতে প্রাণ আইলা কিবা এই স্থান পিঞ্জরের বিলম্ব দেখিয়া। হের আইস শারী শুক তুমি দিলা এত দুঃখ গৌড়ে বারত দেহ গিয়া॥