পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। অব্যাহত কাব্য পড়ি অভ্যাস করিল বড়ি (১) রত্নাবলী সাহিত্য-দপণে। দিবা নিশি নাহি জানে পঢ়ে সাধু সাবধানে প্রসন্ন রাঘব রামগুণে॥ দৈব জ্যোতিষ যত বিশেষ বলিব কত একে একে পড়িল শ্রীপতি। রচিয়া ত্রিপদী ছন্দ গান কবি শ্রীমুকুন্দ দামুন্তায় যাহার বসতি॥ সিংহলের রাজা শালিবাহনের কন্যা স্থশীলার বারমাসী। বৈশাখ বসন্ত ঋতু মুখের সময়। প্রচণ্ড তপনতাপ তন্তু নাহি সয়॥ চন্দনাদি তৈল দিব সুশীতল বারি। সামলী গামছা দিব মুগন্ধী কস্ত রী। পুণ্য বৈশাখ মাস পুণ্য বৈশাখ মাস। দান দিয়া দ্বিজের পূরাও অভিলাষ। নিদারুণ জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড তপন। পথ পোড়ে খরতর রবির কিরণ॥ শীতল চন্দন দিব চামরের বায়। বিনোদ-মন্দিরে থাক না চলিহ রায়। নিদাঘ জ্যৈষ্ঠ মাসে নিদাঘ জ্যৈষ্ঠ মাসে। পূরিলে উদর নাথ পাকা অস্ত্ররসে। আকাশে গৰ্জ্জয়ে মেঘ নাচয়ে ময়ূর। নবজলে মদমত্ত ডাকয়ে দাজুর॥ আমার মন্দিরে থাক না চলিহ পুর। শালি অন্ন দধি খণ্ড ভুঞ্জাব প্রচুর॥ আষাঢ় মুখের হেতু আষাঢ় মুখের হেতু। নিদাঘ বরিষা হিম একে তিন ঋতু। সঙ্কট সময় বড় ধারাধর শ্রাবণ। সাধ লাগে অঙ্গে দিতে রবির কিরণ॥ জলধারা বরিষয়ে আট দিগে ধায়। বিনোদ-মন্দিরে থাক না চলিহ নায়॥ — (১) বড় = খুব বেশী।