পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ।
৩৬৭

পূরিব অভিলাষ পূরিব অভিলাষ।
মনোহর ঘরে নাথ করাইব বাস॥
ভাদ্রপদ মাসে বড় দুরন্ত বাদল।
নদ নদী একবার আট দিগে জল॥
মশা নিবারিতে দিব পাটের মশারি।
চামর বাতাস দিব হয়ে সহচরী॥
মধু ঘরে প্রাণনাথ করাইব বাস।
আর না করিহ প্রভু উজাবনী[১] আশ॥
আশ্বিনে অম্বিকা পূজা করিবে হরিষে।
ষোড়শোপচারে অজা গড়র মহিষে॥
তত ধন দিব আমি যত দেছ দান।
সিংহলের লোকে যত করিবে সম্মান॥
আমি কহিয়া রাজায় আমি কহিয়া রাজায়।
আনাইব তোমার জননী সৎমায়॥
বৃষ্টি টুটিয়া আইল কার্ত্তিক মাসে।
দিবসে দিবসে হয় হিম পরকাশে॥
তুলি পাটনেত করাইব নিয়োজিত।
অর্দ্ধরাজ্য দিব বাপে করিয়া ইঙ্গিত॥
পুণ্য কার্ত্তিক মাস পুণ্য কার্ত্তিক মাস।
দান দিয়া পূরিহ দ্বিজের অভিলাষ।
সকল নূতন শস্য অগ্রহায়ণ মাসে।
ধান চালু মুগ মাষ পূরিব আওয়াসে[২]
বাজারে কহিয়া দিব শতেক থামার।
কৃপা করি নিবেদন রাখহ আমার॥
ধন্য অগ্রহায়ণ মাস ধন্য অগ্রহায়ণ মাস।
বিফল জনম তার যার নাহি চাস॥
পৌষ তুলি পাতি তৈল তাম্বূল তপনে।
শীত নিবারণ দিব তসর বসনে॥
শীত গোঙাইবে নাথ অষ্টম প্রকারে।
মৎস্য মাংস মধুপান আদি উপহারে॥
সুখে গোঙাইবে হিম সুখে গোঙাইবে হিম।
উজাবনী নগর বাসিবে যেন নিম॥[৩]

  1. উজ্জয়িনী।
  2. আবাসে।
  3. তোমার নিজের গ্রাম উজ্জয়িনী নিম্বের ন্যায় তিক্ত বোধ হইবে।