©ጫ o বঙ্গ-সাহিত্য-পরিচয়। পরমার্থ-সদর্থ-প্রবর্ত করা। ভয়বারিণী হারিণী জন্ম জরা॥ মহানন্দে গগন-পথে গমনে। উপনীত মুনীন্দ্র গিরিভবনে॥ গিরিরাজ বসি ঘরে হেমাসনে। মুনি দেখি উঠি প্রণমে চরণে॥ দিলা আসন পাদ্যাদি আচমনী। হেমাসনে বসিলা নারদ মুনি॥ মুনি আজ্ঞায়ে বসিলা গিরিবর। জগদীশ্বরী দেবরে তার হর॥ (?) ভবানীশঙ্কর দাস। ভবানীশঙ্কর কায়স্থ; নরদাস নামক রাঢ়ীয় কায়স্থ এই বংশের আদি পুরুষ; এই কুলের কৃষ্ণানন্দ নামক জনৈক ব্যক্তি চট্টগ্রামের অন্তর্গত দেবগ্রামে বাস স্থাপন করেন; কৃষ্ণানন্দের পুত্র বিষ্ণুদাস; র্তাহার পুত্র নারায়ণ; নারায়ণের পুত্র মধুস্তদন; ইনি দেবগ্রাম হইতে চক্রশালায় আসিয়া বাস স্থাপন করেন; মধুস্তদনের পুত্র শ্রীমন্ত; শ্রীমন্তের পুত্র নবঘনরাম—কবি ভবানীশঙ্করের পিতা। এই চণ্ডীকাব্যথানি আকারে মুকুন্দরামের চণ্ডীর তুল্য হইবে এবং ইহা ১৭৭৯ খৃঃ অব্দে বিরচিত হইয়াছিল। চণ্ডীর রূপ। কি বর্ণিব মায়ের রূপ নরাধম দীনে। যাহার রূপ-আভায় ত্রিভুবন জিনে॥ প্রাতরর্কের অভিা জিনি শোভে পদতল। পদোপরে অলঙ্কারে করে ঝলমল॥ পদনখে নিন্দিয়াছে ইন্দু দ্বিতীয়ার। নখাগ্রতে থগাগ্রজ (১) হৈছে একত্তর (২)॥ (১) অরুণ। (২) মিলিত হইয়াছে; অর্থাৎ নখাগ্রগুলি যেন অরুণসমূহের সমষ্টি। যথা ভারতচন্দ্রে— “কেদিবে শারদ চন্দ্র সে মুখের তুলা। পদনখে পড়ে তার আছে কতগুলা ৷” এখানে অবশ্ব চন্দ্রের স্থলে অরুণ উপমেয় হইয়াছে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।