ඵ9°R কালু ডোমের স্ত্রী “লক্ষ্ম|”। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সুখে নিদ্রা গেল ঘোড়া আণ্ডির পাথর (১)। দুয়ারী পহরী দাসী যতেক নফর। সন্তান মায়ের কোরে (২) কত নিদ্রা যায়। সামন্তের বেী (৩) এক গড়েতে বেড়ায়॥ ঘরে ঘরে ফেরে লক্ষ্মা নাঞি পায় সাড়া। ডাকিয়া জাগিয়া বোলে বরূজের পাড়া॥ নিদ্রিত যতেক লোক শুনে নাক সাট। দেখিতে চলিল চারি দুয়ারে কপাট। আছিল ময়ুর ভট্ট স্বকবি পণ্ডিত। রচিল পয়ার ছাদে অনাদ্যের গীত ৷ ভবিয়া তাহার পাদপদ্ম শতদল ৷ রচিল গোবিন্দ বন্দ্য ধর্ম্মের মঙ্গল॥ পাথরে নির্ম্মিত পূর্ব্ব প্রধান দুয়ার। পক্ষী পার হতে নারে পর্বত আকার। (৪) পাথর্যা কপাট পিপড়ার নাহি পথ। দেখিয়া লক্ষ্মার হল্য পূর্ণ মনোরথ॥ পুষ্প জল দিয়া পূর্ব্ব দ্বার বাচাইয়া (৫)। উত্তর দ্বারে লক্ষ্মা উত্তরিল গিয়া॥ লোহার প্রাচীর দ্বারে লোহার কপাট। কেমনে আসিব সৈন্ত নাহি বায়ু বাট (৬)॥ বাচায়া উত্তর দ্বারে দিয়া পুষ্প জল। পশ্চিম দ্বারে গেলা লক্ষ্মা পায়াদল (৭)। অরুণ কিরণ ধরে তাম্র গড়খান। তামের কপাট বিশ্বকর্ম্মার নির্ম্মাণ। স্থতার সঞ্চার নাঞি নিবিড় কপাট। লক্ষ্মা বলে কোন পথে প্রবেশিব ঠাট (৮)॥ পুষ্প জল দিয়া দ্বার করিয়া পূজন। দক্ষিণ গড়ের দ্বারে দিল দরশন॥ (১) ঘোড়ার নাম। (২) ক্রোড়ে = কোলে। (৩) কালু ডোমের স্ত্রী “লক্ষ্মা” (লক্ষ্মী)। (৪) পর্ব্বত-তুল্য উচ্চ, পক্ষীও পার হইতে পারে না। (৫) রক্ষা করিয়া। (৬) বায়ুর পথ। (৭) পদব্রজে। সৈন্ত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।