পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৯৪
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

তখন মাহুদ্যা কয় তবে হলো ভাল।
এক বৎসরের দ্বন্দ্ব এক দিনে গেল॥
রাজা কয় সাক্ষী যদি আছে হরিহর।
হরিহরের সাক্ষ্য।আনাও এখন পাত্র[] শুনি অবান্তর[]
পাত্র কয় পৃথ্বীনাথ পড়ে গেল মনে।
বাইতির বাপের শ্রাদ্ধ বুধবার দিনে[]
প্রভাতে উঠিয়া গেছে পুরোহিতের বাড়ী।
লেখা করে দিয়া গেছে খাজনার কড়ি॥
যাতায়াতে গত দিবা যে কালে দুপর।
প্রভাতে বুঝিব কালি ফিরে এলে ঘর॥
লাউসেন বন্দী।লাউসেনে বন্দী আজি রাখ কারাগারে।
যা হয় হবেক কালি হুজুর দরবারে॥
এত কয়ে উঠে গেল আনন্দে তখন।
রাজার ভাণ্ডারে গিয়া দিল দরশন॥
শ্রীকৃষ্ণচরণে মন চিত্তের কৌতুক।
বাইতি বেটার আগে বন্ধ করি মুখ॥
ধনে হতে ধর্ম্ম হয় ধনে হতে যশ।
বসু দিয়া ব্রহ্মাকে করিতে পারি বশ॥
কুলহীন কেবল কুলীন হয় ধনে।
আপদ উদ্ধার হয় ধনের অর্জ্জনে॥
দুশত লইলা টাকা দ্বাদশ মোহর।
করধা লইয়া এলো বাইতির ঘর॥
হরিহর ঘরে বসে হরিগুণ গায়।
পাত্র মহামদ এল দেখিবারে পায়॥
সন্ত্রমে উঠিয় কৈল সন্তাষ বিনতি।
কোথাকে করিছ যাত্রা কহ মহামতি॥
মহামদ কয় ভাই আছে মনস্কাম।
হাকণ্ড হইতে কবে এলে নিজ ধাম॥
ধনে হতে ধর্ম্ম ভাই ধনে হতে ঝাকা।
দ্বাদশ মোহর লও দুইশত টাকা॥

  1. লাউসেনের মাতুল এবং গৌড়েশ্বরের শ্যালক মহামদ গৌড়ের মহাপাত্র ছিলেন।
  2. এখানে এই শব্দের অর্থ 'আনুপূর্ব্বিক' বলিয়া বোধ হয়।
  3. তখনই হরিহরকে ডাকিলে পাছে সে সত্য কথা বলিয়া ফেলে, এই আশঙ্কায় মাহুদ্যা একদিন হাতে রাখিল।