পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মরাজের গীত—মাণিক গাঙ্গুলী—১৫৪৭ খৃষ্টাব্দ।
৩৯৫

জিজ্ঞাসিব যখন নৃপতি সত্যচয়।
এই কও দেখি নাই পশ্চিম উদয়॥
মহত্ত্ব আমার থাকে মিথ্যা সাক্ষী দিলে।
গজমণি মুকুতা হার পরাইব গলে॥
হরিহর বাইতিকে অর্থের প্রলোভন প্রদর্শন।যত কাল গোউড়ে থাকিবে তোর বংশ।
পালন করিব আমি করে নিজ অংশ[]
ধন পেয়ে হরিহর ধর্ম্ম-পথ ছাড়ে।
মিথ্যা সাক্ষ্য দিতে সম্মত।মিথ্যা সাক্ষী দিব বলে রাজার নিয়ড়ে॥
সত্য সত্য ব্রহ্ম সত্য বলে সুনিশ্চয়।
সত্যহীন হইলে পঞ্চম পাপ হয়॥
এখন হইল তুষ্ট মাহুদ্যা পাত্তর[]
ফিরে এসে বসে পুনঃ দরবার ভিতর॥

কোটালে কহিল ডেকে কর এই কায।
হরিহর বাইতিকে আনিবি সভা-মাঝ॥
আজ্ঞায় কোটাল ধায় অনিল-গমন।
বাইতির ভবনে গিয়া দিল দরশন॥
তলপ রাজার তোকে তূর্ণগতি আয়।
বিলম্ব হইলে পরে বিরূপ হব রায়॥
হরিহর কয় ভাই হবে সাবধান।
এক লক্ষ নিয়ম করেছি হরিনাম॥
শেষ নাম সাঙ্গ হকু সাক্ষীর হর্জ্জুত।
দুয়ারে কোটাল বসে যেন যমদূত॥
বাইতির বনিতা তার আখ্যান[] বিমলা।
সত্যবতী যুবতী নৌতন চন্দ্রকলা॥
সুবর্ণ গর্গরী লয়ে সুবেশী সুন্দর।
জল আনিবারে গেল জয়-সরোবর॥
সপ্ত-পুরুষের শোক।মিথ্যা সাক্ষী হরিহর দিবেক অচল।
স্বর্গে তাহা শুনি সপ্ত পুরুষ বিকল॥
জয়-সরোবর ঘাটে আকুল জীবন।
উচ্চস্বরে ক্রন্দন করয়ে সাত জন॥

  1. নিজ অংশ = স্বগণ।
  2. পাত্তর = পাত্র। মহামদ (মাহুদ্যা) গৌড়েশ্বরের মহাপাত্র।
  3. নাম।