পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৯৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

কেহ বলে হায় হায় কি হলো প্রলয়।
স্বর্গ তেজে[১] সপ্তম পাতালে যেতে হয়॥
কেহ কেহ কয় কৃষ্ণ নিদারুণ হলে।
সকল সফল ইবে বিফল করিলে॥
বিমলা তা দেখে কয় বিনয় বচন।
কহ সবে কেন কান্দ কিসের কারণ॥
বিনয় বিস্তর বলে বুকে দিয়ে হাত।
নরকে লইতে চায় তোর প্রাণনাথ॥
তুমি বাছা পুণ্যবতী ধর্ম্ম-পরায়ণা।
স্বর্গে যাই যদ্যপি স্বামীকে কর মানা॥
তুমি মন দিলে হয় তবে ত নিস্তার।
ভগীরথ কৈল যেন কুলের উদ্ধার॥
ধন-লোভে মিথ্যা সাক্ষ্য দেয় মূঢ়মতি।
সপ্তম পুরুষ তার যায় অধোগতি॥
বচন বলিল যেন পদ্মের পীযুষ।
এই দেখ বর্ত্তমান সপ্তম পুরুষ॥
পরিচয় দিয়া তারা যায় যথাস্থান।
বিমলা শ্বশুর কুলে করিল প্রণাম॥
সোণার গর্গরী তবে ভাসায়ে কমলে।
আলয় প্রবেশে রামা আউদড়[২] চুলে॥
পড়িল পতির পায় প্রাণ নাহি বান্ধে।
বিমলার অনুনয়।কি হলো কি হলো বলে উচ্চস্বরে কান্দে॥
সুবিহিত শুন নাথ সবিনয় বাণী।
কি ছার ধনের লেগে ধর্ম্মে দিবে কালি॥
ধন কড়ি মাল মাত্তা বিফল সকল।
সপ্তম পুরুষ আজি যান রসাতল॥
স্বর্গবাস তেজে তারা সবিকল সভে।
মিথ্যা সাক্ষী দিও নাই মনস্তাপ পাবে॥
হেলন করিলে সত্য সবংশে বিনাশ।
চৌরাশী নরকে নাথ করিবে নিবাস॥
মিথ্যা বলে যুধিষ্ঠির মাধবের বোলে।
অশ্বত্থামা পড়িল প্রথম রণস্থলে॥

  1. ত্যাগ করিয়া।
  2. আলুলায়িত।