পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মরাজের গীত—মাণিক গাঙ্গুলী—১৫৪৭ খৃষ্টাব্দ।
৪০১

চিন্তামণি চিন্তিয়া চপলে কৈল স্নান।
সিদ্ধবিদ্যা জপ করে হয়ে সাবধান॥
সজল নয়নে করে সবিনয় নতি।
এমন সময়ে কোথা অর্জ্জুন-সারথি॥
শুনেছি মহিমা-গুণ গজেন্দ্র মথনে।
ব্যাধকে করিলে দয়া বিয়োগ বিপিনে॥
হরিহরের ভগবানকে স্তুতি।ভক্তজনার ভক্তিভাবে ভক্ত অনুসারে।
গোবর্দ্ধন ধারণ করিলে বাম করে॥
বৈকুণ্ঠ হইতে বসে দেখে নারায়ণ।
যদ্যপি আমার হয় অকাল মরণ॥
তোমা ভজে এতদিনে এই হলো গতি।
যা কর এখন কৃষ্ণ কমলার পতি॥
এতেক করিল স্তব অঝোর নয়ন।
বৈকুণ্ঠে ধর্ম্মের তথা টলিল আসন॥
অল্লুক[১] না সহে ভার অখিল চঞ্চল।
ধিয়ানে জানিল ধর্ম্ম ভকতবৎসল॥
হনূমানে কন ডেকে হের শুন বাপু।
রাম অবতারে তুমি রাবণের রিপু॥
সমুদ্র বাঁধিয়া কৈলে সীতার উদ্ধার।
অবনী গৌউড় ভূমি[২] চল একবার॥
কলিযুগে বার মতি[৩] প্রকাশ হইল।
লাউসেন পশ্চিম উদয় দিয়া এলো॥
সরস্বতী অনুকূলা সভার ভিতর।
সত্য সাক্ষী দিয়াছে বাইতি হরিহর॥
হরিহরের স্বর্গারোহণ।মাহুদ্যা প্রবন্ধ[৪] করে দিতে চায় শূলি।
তা হলে ধর্ম্মের নামে ত্রিভুবনে কালী॥
রথ লয়ে যাও বাছা অভয় পুষ্কর।
আন গিয়া হরিহরে আমার ঘর॥
প্রভু-বাক্যে পুলকিত পবন-নন্দন।
রথ লয়ে অবিলম্বে অবনী-গমন॥
কিরূপ ধর্ম্মের মায়া কহনে না যায়।
ঐরাবতে চাপিয়া চলিল দেবরায়॥

  1. উল্লুক (পেচক), ধর্ম্মের বাহন।
  2. পৃথিবীতে গৌরদেশে।
  3. বার পালা।
  4. কৌশল।