৪০৪ বঙ্গ-সাহিত্য-পরিচয়। মনোহর সূক্ষ মালালয়্যা বুলে (১) মালী। মোহন কামিনী সব বুলে কুলি কুলি ৷ রসিক নাগর কত রসিক নাগরী। চক্ষে চক্ষে তার যেন প্রাণ করে চুরি॥ চুরি করি আঁচলে বান্ধিয়া ঘায় ঘর। দুরে দুরে (২) কত নানা বর্ণ খৰ্গ। পড়ায় পুছনি (৩) ব্যা থাটের মাজগ॥ (8) পদ্মিনীর হাতে হাতে পুরট পর (৫)। নাসায় উজ্জ্বল সব পরেশ পাথর॥ ভুজঙ্গের মণি সব কনকে বেষ্টিত। চকোরাক্ষ চান্দনী (৬) উপরে গায় গীত॥ কত গণ্ডা গুণী দেখে কত গণ্ডা দন্ত (?)। কত কত 'অবলা সাধন করে মন্ত্র ৷ সদাগর কত কত বেচে হাতী ঘোড়া। নানা বর্ণ পাথর বসন ঢাল খাড়া॥ পণ্ডিত করি এ কত করেছে বিচার। মঙ্গল বাজন পড়ে জয় জয়কার॥ পার হয় সাত শয় (৭) বত্রিশ বাজার। সুথ বই নাহি দেখি দুঃথের সঞ্চার॥ কামাখ্যার মেড় (৮) গিয়া পাইল ঈশানে। ধর্মমঙ্গল সীতারাম দাস ভণে॥ দেখিল দেবীর মেড় যোজন প্রমাণ। বিনা বায় শস্থ বাজে দণ্ডীর নিশান॥ পাচ হাজার হাত উচ্চ দেউল গঠন। পতাকা হাজার হাত ঠেকিল গগন। (১) ভ্রমণ করে। যথা বৈষ্ণব পদ—“ আমার অঙ্গের সুবাস। পাইলে। ঘুরে ঘুরে যেন অমরা বুলে। ” (২) দ্বারে দ্বারে। (৩) পুছনি = যে জিজ্ঞাসা করে। এখানে। দাসী। (৪) মাজগ = মধ্যে। খটার মধ্যে বসিয়া দাসী। পাখীগুলিকে পড়ায়। (৫) প্রবাল। () চন্দনা পাখী। (৭) শত। (৮) মন্দির।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।