8ob" রাজসৈন্তের দুরাবস্থা। কপূরধলের যুদ্ধ সজ্জা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। আড়া কোট সমুদ্র কাটারি ধর্য স্থানে। (?) তের পণ রাউত পড়িল সেই খানে॥ কাটা মাথা রাউতের নাচায় বাণ পরে। ছড়া দেই শকুনি গৃধিনী চঞ্চু চিরে। ভঙ্গ দিয়া সকল পালা উভরড়ে। রক্তনাল বয়্যা গেল কামাখ্যার গড়ে॥ সমাচার পায়্যা রাজা করেন ভাবন। 豪 臺 籌 豪 সাজন করিতে বলে আপনার সেনা। সাজ কর সমরে সন্ন্যাসী গিয়া হান॥ (১) বলিতে পড়িল গজে দামার নিশান। কপূরধল মহারাজা করিছে সাজন। ধর্ম্মমঙ্গল সীতারাম বিরচন॥ যত সৈন্ত সাজন করিছে আজ্ঞা পায়্যা। আগুদলে অশ্বারোহী চলিল হাকিয়া॥ ছষষ্ঠী হাজার ঘোড়া সংহতি রাজার। অনন্ত বসন্ত সাজে রাজার কুমার॥ গজ পীঠে দামা পড়ে কুড়ি হাজার ঘোড়া। রাম সিংহ সাজিল বিনোদ সিংহাড়॥ চল্লিশ হাজার সৈন্ত হান হান ডাক। যশোরূপ সাজিল কুমুদ রায় বাক। কাশীধল সাজিল রাজার সহোদর। দুই গজে সাজ্জ্যা যায় অনেক লস্কর ৷ মাদলের বাজনে রাউত নাচ্যে যায়। কাহন কুঞ্জরে সাজে রাজরূপ রায়॥ গজ পীঠে সাজিল অজয় সিংহ শূর। হাকিম ছিকিম সাজে সাকিম কাউর (২)॥ বার হাজার ধনে সাজে আম্বর ভূঞা। শ্বেত গজে সাজিল দন্তের সিংহ ভূঞা॥ এই রূপে সাজিল করিছে সেনাগণ। সীতারাম দাস গান ভাবি নিরঞ্জন॥ (১) সৈন্যগণ সাজসজ্জা করিয়া মন্দিরে গিয়া সন্ন্যাসীকে হান। কালু দেবীর মন্দিরে জপ করিতেছিল, এই জন্য তাহাকে সন্ন্যাসী বলা হইয়াছে। (২) যাহাঁদের বাড়ী (সাকিম ) কামরূপে (কাউরে )।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।