পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামচন্দ্র বাড় যা—যুঃ ১৭শ শতাব্দী। কামরূপে রকতের (১) নদী বআ যায়। হয়-মুণ্ডে শকুনি বসিয়া মজ্জা খায়। নরশিরে গৃধিনী বসিয়া মজ্জা খায়। ডোমের কল্যাণ হকু ডাকে উদ্ধ রায়॥ জয় কর্য সংগ্রাম ডোমের সিংহনাদ। কাউরের রাজার বাঢ়িল পরমাদ॥ রাজাকে দেখিয়া কালু অগ্নি হেন জলে। ভূপতিকে বান্ধিয়া লৈল ধনুকের ছলে। গড় জয় কর্য ডোম করিল গমন। সমরে কাটিল সেনা একাশী কাহন ৷ লাউসেন বস্তা আছেন বকুলের তলে। কালু বীর পার হন গণ্ডকীর জলে। ভেট দিয়া কালু বীর করিল জোহার। সীতারাম দাস গান ভাবি করতার (২)॥ ধর্ম্মমঙ্গল—রামচন্দ্র বাড়ঘ্য। চামট-নিবাসী রামচন্দ্র বাড়্যার ধর্ম্মমঙ্গল-রচনার সময় আমরা পাই নাই। রচনা দেখিয়া মনে হয় ইনি সপ্তদশ শতাব্দীর লেখক। যে পুথি হইতে আমরা নিম্নের অংশ উদ্ধৃত করিলাম তাহা বাঙ্গালা ১২৫২ সালের। রামচন্দ্র, গোপাল সিংহ নামক রাজার অধিকারে বাস করিতেন। ইছাইঘোষ সোমঘোষের পুত্র, জাতিতে গোয়ালা; সোমঘোষ গৌড়েশ্বরের অধীনে অতি সামান্ত কাজ করিত। গৌড়েশ্বর তাহাকে পুরস্কারস্বরূপ ঢেকুর নামক স্থানে কতকটা ভূমি দান করেন। তাহার পুত্র ইছাইঘোষ স্বাধীন নৃপতি হইয়া গৌড়েশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বিশেষ বিবরণ মৎ-প্রণীত History of Bengali Language and Literature (FA sv-« » পৃষ্ঠায় দ্রষ্টব্য। ইছাইঘোষের বিরুদ্ধে গৌড়েশ্বরের সৈন্য-প্রেরণ। দরবারে বসিয়া গৌড়েশ্বর রায়। কর্ণসেন রাজা (৩) দেখা করিবারে যায়॥ (১) রক্তের। (২) কর্তাকে (ভগবান বা ধর্ম্মকে ) স্মরণ করিয়া। (৩) ময়নাগড়ের রাজা। 8X >