ধর্ম্মরাজের গীত – রামচন্দ্র বাড়য্য-স্থঃ ১৭শ শতাব্দী। 8 ছয় বধু অনুমৃত হইলা তখন। অশৌচান্তে পিণ্ডদান করিলা রাজন। কর্ণসেন বলে আমি ঘরে না রহিব। উদাসীন হয়ে আমি বৃন্দাবন যাব ৷ কর্ণসেনের সন্ন্যাস। দেখিব মথুৱা কাশী দ্বারক-ভূবন। পুত্রশোকে উদাসীন হইলে রাজন। গলায় তুলসীর মালা মাথায় টোপর। কেীপীন পরিল রাখি পাটের অম্বর॥ হরে কৃষ্ণ গোবিন্দ সদাই মুখে বলে। বৈরাগ্য হইয়া রাজা কর্ণসেন চলে॥ মনে করে বৃদ্ধকালে হব তীর্থবাসী। গৌড়েশ্বর নৃপতিকে দেখা করে আসি ৷ - আচম্বিতে মায়াজাল বিধির লিখন। ঐরূপে রাজার দরবারে দরশন॥ কর্ণসেন কাদিল রাজার বিদ্যমানে। গৃহ-শূন্ত বিধাতা করিল এতদিনে। রাজ্য লইয়া ইচ্ছাই গোআলা রাজা হুল্য। - পুত্র-শোকে পাটরাণী শিলাবতী মল্য। উদাসীন হয় যাই তুমি আজ্ঞা দিলে। রাজা বলে কর্ণসেন অবোধ হইলে॥ বৃদ্ধক দশাতে কোথা হবে দেশান্তরী। ঘরে বস্ত কৃষ্ণ ভজ দৃঢ় মন করি॥ তবে যদিস্তাং কর্ভু করেন ঈশ্বর। আজি কাল্যা বিভা দিব গৌড়ের ভিতর॥ পরম সুন্দরী কন্যা যার ঘরে পাব। আপন হুকুমে তবে বিবাহ দিয়াব। খল খল হাসে সেন রাজার দরবারে। বুড়াকালে কন্যা দান কেবা দিবে মোরে॥ নিরানৈ (১) বৎসর বয়স গেল প্রায়। পোড়া ঘায়ে মুণের ছিটে কেন দেহ রায়॥ হাতে ধরে বস্তাইল রায় গৌড়েশ্বর। কর্ণসেনকে গৃহী করিবার আমি আজি বিভা দিব রাত্রের ভিতর। জঙ্ক গৌড়েশ্বরের যত্ন। > 6. (>) so
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।