পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8>や বঙ্গ-সাহিত্য-পরিচয়। সোমঘোষের বেটা যদি হয় মহাবল। আর এক রাজ্য দিব ঢেকুর বদল। এত শুষ্ঠা তুষ্ট হল্য কর্ণসেন রায়। পাসরিল পূর্ব্ব শোক রাজার কথায়। বসন ভূষণে রাজা করিল সন্মান। রামচন্দ্র বাড়ুয্যা ধর্ম্মের গীত গান ৷ কর্ণসেনে প্রবোধিয়া রায় গৌড়েশ্বর। দরবার হইতে রাজা চলিল সত্বর॥ আগে পিছে রহিল নফর লোক জন। অন্দর মহলে রাজা দিল দরশন॥ ভানুমতী পাটরাণী পরম সুন্দরী। কাছে বস্তে ছোট বুনী (১) রঞ্জা বিদ্যাধরী॥ ব্যস্ত হয়্যা পাখালিতে চরণ-কমল। সোণার ঝারিতে রঞ্জা যোগাইল জল ৷ রঞ্জাকে দেখিয়া রাজা বিস্ময় হইল। পরম সুন্দরী কন্যা কোথা হত্য (২) এলো॥ রস্তাবতী অরুন্ধতী কিবা তিলোত্তম। রাধিক গৌরী শচীন্দ্রাণী কিবা সত্যভামা॥ পীনোন্নত-পয়োধরা মুখে মৃদু হাসি। অনুমৃত রতি কি হেথা ফিরে আসি॥ আইবুড় কন্যা বলে জানিল চলনে (৩)। এই মেয়ে বিভা দিব রাজা কর্ণসেনে॥ রাজা বলে ভানুমতী না কহিলে নয়। কণর কন্যা আসিয়াছে আমার আলয়॥ মন হলো চঞ্চল এ তত্ত্ব জানিবারে। কোন দেবতার কষ্ঠা এলো কহ মোর ঘরে। ভানুমতী বলে প্রভু কর অবগতি। কনিষ্ঠা ভগিনী মোর নাম রঞ্জাবতী॥ ভগিনীকে এনেছি কালি দাসী পাঠাইয়া। হাসিতে লাগিল রাজ পরিচয় পায়্যা॥ অতঃপর রঞ্জাবতী তোমায় আমায় ঘর। পরিহাস রঞ্জার সহিত পরস্পর॥ (১) ভগিনী। (২) হইতে। (৩) চাল-চলন (ব্যবহার) দেখিয়া।