ধর্ম্মরাজের গীত–রামচন্দ্র বাড়ষ্যা—১৭শ শতাব্দী | 8›ዓ রাণীর সহিত রাজা যুক্তি আরম্ভিল। এই কন্যা কর্ণসেনে বিভা দিতে হলো॥ বনেতে মরিতে যায় উদাসীন হৈয়া। কর্ণসেনে রাখিব রঞ্জাকে বিয়া দিয়া॥ রাণী বলে কর্ণসেনের বয়স বিস্তর। বড় ভাই মহামদ দেশের পাত্তর॥ যদি শুনে ভাই মোর বিবাহের কথা। কর্ণসেনে বিয়্যা দিয়া বড় হুইব বিতথা (১)॥ রঞ্জাবতী ছোট বনি মা বাপের প্রাণ। ইহার উপায় কহু হয়্যা সাবধান॥ পিতা মাতা তোমার বচন ছাড়া নয়। দেশে পাত্র থাকিলে বিবাহ নাঞি হয় ৷ এত শুনি গৌড়েশ্বর করিলেন গমন। পুনর্ব্বার দরবারে দিল দরশন। রাজা বলে মহাপাত্র শুন মোর বাণী। কাউর জিনিতে তুমি করহ উঠানি॥ কামাখ্যার বরে রাজা ধরে মহাবল। মাহুল্পীকে কামরূপে পাতাল ভেদিয়া বাঢ়ে গণ্ডকীর জল॥ প্রেরণ। তুমি সাজ্য (২) নাঞি গেলা উপায় নাঞি দেখি। তের লক্ষ কাউরে খাজনা হলো বাকী॥ হাত্যার (৩) বান্ধিয়া যায় কাউর উপরে। কপূর্বধলে (৪) বেন্ধ্যা আন গেীউড় সহরে॥ বার হাজার সেনা লয়্যা যমের দোসর। মহামদ পাত্র গেল কাউর উপর॥ পার হত্যা না পারিল গণ্ডকীর বান। গৌড়েশ্বর রাজা লয়্যা কর অবধান॥ রমতী (৫) নগরে থাকে বেনু নৃপবর (৬)। লোক দিয়া আনাইল রায় গৌড়েশ্বর॥ (১) বিপন্ন। (২) সাজিয়া=মৃদ্ধ-সজ্জা করিয়া। (৩) হাতিয়ার। (৪) কপূরধল কামরূপের রাজা। (৫) রমাবতী, প্রাচীন গৌড়ের রাজধানী। তাম্রশাসনে ইহা ‘রমাবতী নামে আখ্যাত। এ সম্বন্ধে মাণিক গাঙ্গুলীর ধর্ম্মমঙ্গলকাব্যের ভূমিকায় বিস্তৃতরূপে আলোচনা করা হইয়াছে। (৬) গৌড়েশ্বরের শ্বশুর। ○○
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।