8Հ8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। এতেক ভাবিয়া মনে ঢেকুরের রাজা। দেবীপূজা। একমনে পূজা করে দেবী চারিভুজ॥ কাড়া কাসি করতাল কাসর করতাল। মৃদঙ্গ মাদল বাজে মন্দিরা রসাল। - - জয়ঢ়াক জগবন্প বাজে যোড়া যোড়া। নানারূপ নাগরা বাজিছে রণপড়া॥ দড়মসা দগড়ি দামামা দুর দুর। রণশিঙ্গা রায়বেলি বাজে রণতুর॥ শিঙ্গা সানি সারিঙ্গ সঘন সপ্তস্বরা। ব্যালিস (১) বাজনা বাজি কম্পবান ধারা॥ চন্দ্রাতপ টানাঞ হেটেতে (২) বৈসে তার। বিবিধ প্রকারেতে পূজার উপচার। ধূপ দীপ নৈবেদ্যাদি ত্রিদণ্ডপাজল (?)। সুচারু চন্দন চুয়া চিনিচাপা কলা॥ গুণিগণ গীত গায় নাচে নট নট। ” পুরন্দর প্রভৃতি পূজার পরিপাট। নানারূপ কুসুম জবার সীমা নাঞি। স্তপ স্তুপ তামরস (৩) কত শত ঠাঞি। পূজার পদ্ধতি ধরে পুরোধা (৪) ব্রাহ্মণ। সাবধানে সপ্তশতী (৫) পড়ে কত জন॥ মেষ মোষ (৬) ছাগল দিলেক বলিদান। মহাবিদ্যা জপ করে হয়্যা সাবধান ৷ ত্রিভুবনে শ্রেষ্ঠ বিদ্যা ষোড়শ অক্ষরী। অষ্টোত্তর শত জপে মহাশঙ্গ ধরি॥ - মন্ত্রের অধীন আর ভক্তের কারণ। কালীর আবির্ভাব। নিজ মূর্ত্তি ধরি কালী দিলা দরশন। মুক্তকেশী চতুভূজা করলে বদনা। লহ লহ বদনেতে লম্বিত রসনা ৷ কোটর নয়ন তিন গলে মুণ্ডমাল। উদ্ধ বাম ভুজে খড়গ শোভিত বিশাল॥ o (s) 8२॥ (২) নীচে। (৩) পদ্ম। (৪) পুরোহিত। (৫) চণ্ডী। (ঙ) মহিষ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।