ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 8২৫ হেটে বাম ভূজে মুণ্ড রক্তধারা তায়। উৰ্দ্ধমুখ করিয়া চুমকি রক্ত খায়। দক্ষিণ যুগল ভুজ বরদ অভয়। নরকরকিঙ্কিণী কোমর সমুদয়। জু-কাণে লম্বিত শব ভয়ঙ্কর শোভা। মহারেী মহাকালী মহামেঘপ্রভা ৷ মড়ার বুকেতে শোভা চরণ-দুখানি। দিগম্বরী মহামায়া শ্মশানবাসিনী॥ বর মাগ বর মাগ কন ভদ্রকালী। স্তব করে ইছাই সমুখে কৃতাঞ্জলি ৷ জগৎব্যাপক বিশ্বরূপ নারায়ণী। জগজনে পূজে রাঙ্গা চরণ-কুখানি॥ নিদ্রারূপে অচেতনে কৈলে বনমালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ চিন্তি মন জ্ঞানরূপ ত্রিগুণধারিণী। সদানন্দময়ী দুর্গা তুমিত যোগিনী॥ ইছাইএর স্তুতি। সমরে আনন্দে নাচ দিয়া করতালি। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী | অনাথাদি দীন ভয়াতুর বদ্ধজনে। তুমি কর্ত্ত সভাকার দুঃখ-বিমোচনে॥ যমুনা হইলে পার হইয়া শৃকালী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী॥ নমো দুর্গ শিবারূপা ভীমরবা সতী। শচী রাধা সাবিত্রী সারদা অরুন্ধতী॥ ব্রহ্মার ব্রহ্মাণী তুমি আপনি মৈথিলী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ রণে বনে শক্রমধ্যে অন্তরীক্ষে জলে। তুমিত রক্ষার হেতু আগমেতে বলে। ও চরণ বুকেতে ধারণ কৈল শূলী। নমস্তে ভুবন-মাতা নমো ভদ্রকালী ৷ অপার দুস্তরাণবে পড়য়ে যেই প্রাণী। তাহারে তারিতে মাতা তুমিত তরণী॥ & 8
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।