পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&b" বর ও তিন বাণ দীন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এক শরে লোহাটারে মাল্য কালু বীব। ঘোড়াএ করিল পার অজএর নীর॥ দেখ্যা শুন্তা আমার সন্দেহ হল্য মনে। নিবেদন কৈল তুয়া যুগল চরণে॥ কথা শুনি ক্ষেমঙ্করী হাসে খল খল। দেবী বলে ওরে বাছা তো বড় পাগল॥ সেনানী সমান স্থত তুমি মোর সার। তোর উপর বল করে এত শক্তি করে। পাবকে পতঙ্গ ফুট্যা (১) প্রাণ হয় হীরা। সেই মত মরয়ে তোমার শক্র যারা॥ মরিবার তরে উঠে পিপীলিকার পাখা। তেমতি হইল সেন ধর্ম্ম জানি সখা। বলিতে বলিতে দেবী বিষম কুপিত। মুখে হৈতে তিন বাণ খসে আচম্বিত। বাণ দিয়া ইছাএ অভয়া কিছু কয়। তিন শরে তিন বীর যাবে যমালয়॥ লাউসেন অণ্ডির-পাখর কালু বীর। এই তিন বাণে যাবে যমের মন্দির ৷ ইছাই বলেন হল্য বিপর্য্যয় হয়। তুমি পাছে কর ত্যাগ এই করি ভয়॥ ঈশ্বরী বলেন বাণী শুনহ ইছাই। সমর না হল্যে জয় আমি যাব নাঞি॥ দেউলে (২) রহিনু আমি না যাব কৈলাস। কদাচিৎ মনোমধ্যে না কর্য তরাস॥ লাউসেন হেতু যদি শ্রীধর্ম্ম ঠাকুর। তোর শক্র হন যদি আসিয়া ঢেকুর। সেন লাগ্য ধর্ম্ম যদি সমর করে আস্তা। মোর রণে ভঙ্গ দিবে রঙ্গ দ্যাক্ বস্তা ৷ ছাড় ভয় ভাবনা ভরসা কর গোপ। তো মরিলে ব্রহ্মার এ স্বষ্টি হবে লোপ॥ যেই মূর্ত্তি রক্তবীজে করিল বিনাশ। সেই বেশে ত্রিভুবন করিব গরাস। (১) পড়িয়া। (২) দেবালয়ে।