পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8రి:్చ কালুর দর্প। ... e. বঙ্গ-সাহিত্য-পরিচয়। ডাহিনে টালনি (১) পাগ অতি সুশোভন। পাগ পিছ প্রায় বুঝি ময়ুর-পেখম। লম্বিত সুঠাম তে রচিয়া নানা ছান্দে। গাএ গুরু গাদলা বুকেতে বন্ধ বান্ধে॥ কটি পর করবাল কাটারি কঠিন। প্রবল পরুষ বান্ধে টাঙ্গী খান তিন॥ তীর সহ তরকচ তুরিত বান্ধে ভাল। পীঠেতে ফেলএ বীর নিদারুণ ঢাল॥ ঘন ঘন ঘুজ রেতে ঘেরিল কোমর। রঙ্গ করি জঙ্গ বাধে ডাগর ডাগর। ডানি হাতে নিল নেঞ্জা বাম হাতে বঁাশ। বেশ দেখি বিশেষ বাসবে লাগে ত্রাস॥ ইছাই নিকটে গিয়া কালু মহাবীর। রাম রাম করে গোপে নোঙাইয়া শির॥ কালু কয় করুণ বচন প্রতি করি। অবধান কর ঢেকুর-অধিকারী॥ তব পিতা সোমঘোষ গৌড়ে ছিল স্থিতি। কালু ডোম নাম মোর বসিএ রমতি॥ গ্রামের সম্বন্ধে সোমঘোষ ভাই হয়। সে সম্পর্কে ভাইপো তুমি মহাশয়॥ দরশনে মায়া হৈল সম্বন্ধের টান। নিবেদনে নরপতি কর অবধান॥ বঙ্গপতি গৌড়ের ঈশ্বর মহাবল। যার সঙ্গে সদা রহে নব লক্ষ দল ৷ তাহার সমান হয় উপযুক্ত নয়। প্রীত কর্যা কাল কাট শুন মহাশয়॥ যখন যে বাগে মেঘ করে বরিষণ। সেই বাগে ছত্র ধরি লোক বিচক্ষণ॥ (২) (১) যে পাগড়ী ডান দিকে হেলিয়া আছে। (২) যখন যে দিক্ হইতে বৃষ্টি বর্ষণ হয়, সেই দিকে বুদ্ধিমান ব্যক্তিরা ছত্র ধরিয়া আত্মরক্ষা করে। ইহার অর্থ এই যে, গৌড়েশ্বর যখন আসিয়াছিলেন তখন একরূপ ব্যবস্থা করিয়াছ, এখনকার যুদ্ধ অন্তরূপ, সুতরাং অবস্থা বুঝিয়া ব্যবস্থা কর।