পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 8ථාව মনে কর সাজ্য আস্তাছিল গৌড়নাথ। লোহাটার রণে ভঙ্গ দিল বার সাত॥ সে লোহাটী এক বাণে তেজিল পরাণ। এক কথা আর কহি কর অবধান॥ পবন বরুণ যম অগ্নি বজধারী। হেন জন যদ্যপি তোমার হত্য অরি॥ তব দশা প্রতাপেতে ওহে মহাবীর। পার হত্যে না পারিত অজএর নীর॥ ঘোটকে সাটক করি সেন হল্য পার। ইহাতে ইছাই দশা বুঝ আপনার॥ দশা খাট হল তব পাছে আছে কাল (১)। অতঃপর গোপস্থত সামাল সামাল॥ দশার সমান চল পূর্ব্ব বল ছাড়ি। কিছু রাজকর দেহ ঢেকুরের কড়ি। নালবন্দি অল্প হবে না হবে জেআদা (২)। কেবল রক্ষাতে গৌড়েশ্বরের মর্য্যাদ॥ (৩) কালুর শুনিয়া কথা ইছাই কুপিত। দর্শনে অধর চাপে লোচন লোহিত॥ বলএ বচন বীর বৈশ্বানর-কণী। - ইছাইএর উত্তর। গভীর গরজে যেন পড়ে ঝনঝন॥ হরিহর হিরণ্যগর্ভদি হরি হয়। পবন বরুণ অগ্নি তরণী-তনয়॥ ইহাদের সাধ্য নাঞি চাহিবারে কর। শুামরূপ দেবী রাজা ঢেকুর উপর। (৪) ডোম জাতি ডাকাতি ডিগর (?) আদি চোর। তেঞি হেন কথা মুখে বারি হৈল তোর॥ (১) তোমার দশা (অবস্থা) খাট হইয়া আসিয়াছে, এবং কাল তোমার পশ্চাতে আক্রমণ করিতেছে। (২) বেশী। (৩) তোমার কর অতি সামান্ত হইবে, কেবল গৌড়েশ্বরের সন্মান রাখিবার জন্য এই কর নির্দিষ্ট হইবে। (৪) ঢেকুরের একমাত্র অধিশ্বরী হ্যামরূপ দেবী। Q &