898 প্রত্যুত্তর। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এইখানে এখনি পাঠাও যমালয়। যোগী মাল্যে ছাই হাত তাই মাত্র হয়। (১) ক্ষমা দিলু যারে ডোম নিজ প্রাণ লয়্যা। আমার সংবাদ লাউসেনে কহ গিয়া॥ পার হয়্যা বস্ত আছে দেকু আস্তা রণ। নহে যাকু পলাইয়্যা লইয়্যা জীবন॥ কথা শুনি কোপে জলে কালু মহাবীর। সঘনে কঁপিয়ে অঙ্গ হইল অস্থির॥ কোপে কালু কথা কয় তুষাঙ্গির কণা। গোয়ালার গুণ জ্ঞান গোঙারিতপণ॥ (২) তোর বাপ সোমঘোষে নাহি জানে কে। গৌড় নগরে গরু চরাইত সে। দুই তিন দিনের উপর পাত্য ভাত। সারিঙ্গ যন্ত্রের প্রায় ছিল তার তাত (৩) ৷ তোর মাতা বাগালি সাধিত ঘরে ঘরে। তোর বনি সেঙ্গ কৈল জেল্যা কৈবর্ত্তেরে॥ কুলাঙ্গার কুজ্ঞানী না বুঝ কালাকাল। রাখালের বেটা তুই সহজে রাখাল। কহিলে যে সেন আসি করুক সমর। আপন না জান বেটা শুনরে বর্বর। বামন হইয়া চাদে দিতে চাসি হাত। মূষিক পতঙ্গ তুঞি সেন যুর্থনাথ। সুমেরু সমান সেন তুইত সরিষা। তার সহ সমরেতে করহ ভরসা॥ কি কারণে ভাবন করহ এতদূর। মোর হাতে যাবি আজি সঞ্জীবনীপুর (৪)॥ (১) যোগী জাতীয় কাহাকেও হত্যা করিলে হাত মাত্র কলঙ্কিত হয়, তোমাকে মারিলেও তাহাই হইবে। (২) গোয়ালার গুণ শুধু গোঙারিপণ (গোঙরকি—হটকারিতা )। (৩) (উপবাস হেতু) সারেঙ্গের মত অন্ত্র (পেট) খাল দিয়া পড়িত। (৪) যমালয়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।