পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–রামনারায়ণ–১৭শ শতাব্দী। 8වේද কালুর কথায় কোপে গোপ হল্য কাল। ধনুঃশর রাখিয়া ধরিল খাড়া ঢাল॥ ইছাএর দাপে (১) কাপে বিধাতা উপেন্দ্র। পায় পায় চলে বলে প্রবল মৃগেন্দ্র ৷ লাফ দিয়া ঝাপ খায় দীপ ঘোরতর। দেখি কোপে কাপে কালুডোম-কলেবর॥ করাল কঠিন কালু কালের স্বরূপ। ধনুঃশর রাখিয়া ধরিল ঢালধূপ ৷ ঢালে ঢাকি কলেবর দুই বীর ধায়। হানিবারে কেহো কারে বাগ নাহি পায়॥ সঘনে ফিরিয়া বোলে চক্রের আকার। আপনার বাম দিগে দিঠি দুহাকার। ঝনঝন ঝাড়ে অসি কাড়ে ঘোর রা। বসুমতী থরহর পায়্যা পদ ঘা ৷ মার মার শবদে মণ্ডল বেড়ি ছোটে। ঢালে আসি বাজিতে প্রবল অগ্নি উঠে॥ রণগজ মাদল (২) প্রবল দুইজন। হান হান হাকুনি হাকিছে ঘনে ঘন॥ গুড়ি গুড়ি গতীয়ত ঢালে শির ঢাকি। ক্ষণে ক্ষণে যুঝে যেন চন্দ্রচূড় পাখী॥ ঢাল খাড়া মেলা পাড়া গেল প্রহর তিন। কেহো কারে নারে ছহে সমর-প্রবীণ॥ খাড়া ঢাল রাখিয়া ধরিল ধনুঃশর। দুহে বাণ বরিষয়ে দু হার উপর॥ ঈশ্বরীর বাণ বীর তুল্য নিল চাপে। ইছা এর ইয়ু (৩) দেখি ঈশ (৪) ইন্দ্র কাপে। বাণ ছাড়ি ইছাই ছাড়এ হুহুঙ্কার। বাজিল কালুর বুকে পীঠে হৈল ফার। কালুর বধিয়া প্রাণ কালিকার শর। পুন আল্য ইছাএর তুণীর ভিতর॥ কালুর পতন। (১) দৰ্পে। (২) মত্ত। (৩) বাণ। (৪) শিব।