পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম–১৭১৩ খৃষ্টাব্দ। বাম দিকে যুগল টাঙ্গী (১) যম-অবতার। চকে (২) ছুরি কাটারী কুটিল হীরা-ধার (৩) ৷ কষে বাধে কাকালে কালিকা করি জপ। যার মুখে আগুন উগারে দপদপ। তার কাছে তুণে বন্ধে তের শত তীর। চকু চকু চিয়াড়ে পাটন পাচ শির। শিরেতে সোণার টোপ টয়ে বান্ধা তায়। রাতুল বরণকুচি বীর মাট (৪) গায়। তড়িত জড়িত যেন জলধর-জ্যোতি। হীরা মণি হার গলে কাণে গজমতি॥ ধনুক বন্দুক বুকে আচ্ছাদিত ঢাল। বান্ধিল দেবীর বাণ মুর্ত্তিমান কাল॥ রণশিঙ্গা কাড়া পড়া টমক টেমাই। স্যামারূপ (৫) পদ ভাবি চলিল ইছাই॥ ঘাঘর যুস্তুর ঘণ্টা নুপুরের ধ্বনি। চলিতে চলিতে কাণে কত রব শুনি॥ ঢালমুড়ে মালট মারিছে লাফে লাফে। বীর দাপে চলিতে চরণে মই কাপে ৷ প্রতাপে পেরিয়া পুরী চেকুরের ভূপ। স্বীয় মস্তকদানে কালু ডোমের সত্য-রক্ষা। লাউসেন হাকণ্ডে দুশ্চর তপস্তায় নিযুক্ত। এই সুযোগে তাহার মহাশত্রু মাতুল মহামদ গৌড়ের সমস্ত সৈন্ত লইয়া যাইয়া লাউসেনের রাজধানী ময়নাগড় অবরোধ করিয়াছেন। ময়নাগড়ের ভার লাউসেনের বিশ্বস্ত সেনাপতি কালু ডোমের উপর ন্যস্ত। মহামদ কৌশলে কালুর পুত্র শাক-শুকাকে ও তদীয় বিশ্বস্ত তের জন ডোমকে নিহত করিয়াছেন। সমস্ত ময়ানগড়-পুরী মন্ত্রবলে নিদ্রিত। কালুর স্ত্রী লখী (লক্ষ্মী) ডুমুনি স্বামীকে যুদ্ধে প্রেরণ করিয়াছেন। কালু ডোম যুদ্ধে প্রবৃত্ত শুনিয়া মহামদ ( মাহুদ্ধ বা মামুদা ) শঙ্কিত। তিনি ঘোষণা করিয়া দিলেন, যে ব্যক্তি (১) কুঠার। (২) চোথা। (৩) কুটিল = বক্র। হীরা-ধার = হীরার দ্যায় ধার বিশিষ্ট। (৪) রাঙ্গা ধুঙ্গি। (৫) ঢেকুরের অধিষ্ঠাত্রী দেবী। 8�ዓ