পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ම්) শোকাতুর অর্জন ও দশরথ প্রভৃতির দৃষ্টান্ত। কালুর যুদ্ধ-যাত্রা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কালুর মস্তক ছিন্ন করিয়া আনিয়া দিতে পারিবে তাহাকে বিস্তর পুরস্কার দিবেন। কালুর ভ্রাত কাম্বা তাহার চিরশত্রু। কাম্বা কৌশলে কালুকে সত্যবদ্ধ করিয়া তাহার মস্তক ছিন্ন করিতেছে। নয়নে বিশ্রাম তার নহে এক তিল। শোকের উপরি শোক বুকে বসে শীল। (১) কান্দিয়ে পড়িল লখা কালুর চরণে। উঠহে পরাণনাথ কি আর জীবনে॥ কি কাল তোমার ঘুমে সর্ব্বনাশ হলো। শাকা শুকা তের ডোম রণে যুঝে মলে। কি লয়ে সংসারে আর কার মুখ চাও। সকলি মজিল নাথ রণে সেজে যাও॥ রণে মলো অভিমত্যু অৰ্জুনের পো। প্রাণপণে করে ত্যজে সংসারের মো (২)। পুত্র-শোকে জয়দ্রথে বধিলা অর্জন। তোর সম পিতা নাথ না দেখি দারুণ॥ পুত্র-শোকে প্রাণ ত্যজে রাজা দশরথ। সকলি মজিল নাথ রাখ ধর্ম্ম-পথ॥ সেনের (৩) সংসার রাখ সত্যে হবে পার। জন্মিলে অবশু মৃত্যু আছে একবার॥ সবে ধর্ম্ম অধর্ম্ম কেবল যায় সাথে। বলিতে বলিতে উঠে নিলা টাঙ্গী হাতে॥ পুত্র-শোকে দাদালে চলিল মহাবীর। গড় পার হয়ে ফেলে কালিন্দীর তীর॥ অনুমান করে আগে স্নান পূজা করি। ঈশ্বরী সহায় হলে সংহারিব অরি॥ জলে প্রবেশিলা কালু খুলিয়া কোমর। সমাচার পাত্রকে (৪) জানালে যায়্যা চর॥ পাত্তর কাতর হলো কালু এল্য রণে। কাণাকণি পড়িল সকল সৈন্ত্যগণে॥ (১) পুত্রগণ নিহত হওয়ায় লক্ষ্মার এক তিলও বিশ্রাম নাই, শোকের উপর শোক তাহার বক্ষে পাথরের দ্যায় চাপিয়া আছে। (২) মমতা। (৩) লাউসেনের। (৪) গৌড়েশ্বরের মহাপাত্র মহামদকে।