ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। 8ම්ක পুত্র-শোকে এল্য কালু ফেরা হবে স্থির। সংগ্রাম থাকুক শুনে কাপে যত বীর॥ পাত্র বলে কে আনিবে কালুর মস্তক। পাত্রের ভয় ও পুরস্কারময়না (১) ইনাম পাবে রেখে যাবে সক॥ ঘোষণা। এখনি পড়ুক যোড়া ঘোড়া পাবে এলে। সেনাগণে অনুমানে প্রাণে মোলে মিলে॥ বচনে বাড়ায় বুক পাত্র এড়ে পাণ (২)। সমাচার শুনে কাপে সবাকার প্রাণ॥ বানর কাতর যেন লজিঘতে সাগর। সেইরূপ সব সেন না দেয় উত্তর॥ পাত্র বলে লুটে খেতে রাজার মুলুক। সবার বড়াই বড় কাযে ইেট-মুখ॥ ভালরে বুঝিব থাক দেশে যেতে দে। করিব ইহার শাস্তি মনে আছে যে॥ হেন কালে কাম্বা ডোম (৩) উঠাইল পাণ। কহিতে লাগিল কিছু পাত্র বিদ্যমান॥ থাকুক অন্তের কথা নব লক্ষ দলে। বলে না আঁটিবে কেহ মাথা আনি ছলে॥ যেমন বলির পিতা বিরোচন দৈত্যে। কাম্বার অভিসন্ধি। বধিল দেবতাগণে বন্দী করি সত্যে॥ সেইরূপী মায়ায় ভায়ার (৪) মাথা আনি। দূরে করে দেহ মোরে করে অপমানী (৫)। এতো যদি বলিল কালুর ভাই কেমো (৬)। পাত্রের হুকুমে মাথা মুড়াইল রেমো (৭)। (১) ময়নাগড়ের অধিকার পুরস্কারস্বরূপ পাইবে। (২) পাত্র (মন্ত্রী) পাণ দান করিল, অর্থাৎ যে তাহার অভিষ্ট সিদ্ধির সহায় হইতে পারিবে, সে আসিয়া পাণ লইয়া যাও, এই ঘোষণা করিল। (৩) কালু ডোমের ভাই। (৪) ভাইর। (৫) আমাকে অপমান করিয়া দূর করিয়া দাও, এই ছলে আমি তাহার সঙ্গে মিত্রতার ভাণ করিয়া কার্য্যোদ্ধার করিব। (৬) কেমো= কাম্বা। (৭) রেমো নামক নাপিত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।