পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-ঘনরাম–১৭১৩ খৃষ্টাব্দ। মুখে বলে ঘাট নাহি তোমাৰ কৃপায়। মনে করে ভাল ভয়ায় ভুলিল মায়ায় ৷ জু-ভেয়ে পরম প্রেম প্রতি ভাৰ বাড়ে। দুরে থেকে দেখে লাখ (১) এসে বসে আড়ে। অন্তরে গরল কাল মুখে মধুময়। কপট চাতুরী কিছু কলুবরে কয়। তুমি না করিলে কৃপা হতান বৈরাগী। অনুগত দাস আমি কিছু ভিক্ষ মাগি ৷ সত্য কর তবে যে প্রত্যয় হয় মনে। কালু বলে ওরে কম্বা কোন ছাব ধনে॥ প্রাণ চাহ প্রাণ দিব আনে আছে কি (২)। গঞ্জিয় বলিছে লগে সোণ ৩) ডোমের কী। ভূল ন ভুল না নাথ ভুলাইবে মদে। ভাই নয় ভণ্ড ভেড়ে পান্তরের খেদে (৪)। সেই কাম্বা কুলাঙ্গার জান পূর্ব্বাপর। ঘর ভেদে সবংশে মাজেছে লঙ্কেশ্বর। কাম্ব বলে দাদারে ঘুচিল সব যুক্তি। বলত না হতে শুনি কুন্দলীর উক্তি। (৫) সে জানি অধর্ম্মে মোল হরেছিল সীতা। মাগের বচনে কেন ফ্রামের পিতা। (৬) মহারাজ দশরথ কিনা হলো তার। বীর বলে থাক রে অধর্ম্ম মেয়ে ছাৱ। দুঃখ সুখ দু ভাই বিরলে কই কথা। কি তোর যোগ্যতা ভালী হতে এলি হাত (৭)। (১) লখা ভুমুনি। (২) অপর কি কথা আছে। (৩) সোণ ডোম লক্ষ্মার পিতার নাম। (৪) কাম্বা ভাই নহে–ভ গু, পাত্রের চর। (৫) তোমার সঙ্গে বাস না করিতে করিতেই কুন্দুলী ( কলহ প্রিয়া ) ভাতৃজায়ার কথা শুনিতে হইল। (৬) স্ত্রীর কথা শুনিয়া দশৰথ জন ঘটাইৱাছিল। (৭) হস্ত = প্রতিবন্ধক। & 9 88 y লখা ডুমুনীর উপদেশ। স্ত্রীর কথায় অবিশ্বাস।