888 কালুর শিরচ্ছেদ। লখের বিক্রম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সত্য ন লজিহ্ব আমি ইহার কারণ। অতেৰ অধম তোর বাচিল জীবন। (১) হেতা না ধরি মেলাম গৌড়ের অধমে। তৃ হলি চণ্ডাল দুঃখ রহিল মরমে। যে ছিল কপালে কাস্ব ফলিল আমার। এক চোটে মাথা কেটে সত্যে কর পর॥ কি জানি ডেমুনী পৃছে এসে হয় হাত। বলিতে বলিতে কাল্বা কেটে নিল মাথা॥ সত্বর কুঞ্জর পীঠে উঠে করে ভর। দেখে পরাক্রম লখে বলে ধর ধর। মেল টাঙ্গী (২) ফেলায়ে কাম্বার হানে শির। মাথার সহিত নিল স্বামীর শরীর। মৃত পতি কোলে লয়ে কন্দে উভরায়। শুনে পাট পড়ল পড়ার লোক ধার। হরিপালের সঙ্গে গৌড়েশ্বরের যুদ্ধ। হরিপাল রাজার কত কাপড় পরম সুন্দরী, বৃদ্ধ গৌড়াধিপ, হরিপালের নিকট তীয় কস্তার পাণিপ্রার্থ হইয়া দূত প্রেরণ করেন। বৃদ্ধ রাজার হস্তে তরুণ সুন্দরী কস্তাকে প্রদান করিতে হরিপাল অনিচ্ছুক, কিন্তু গৌড়েশ্বরের অসীম পরাক্রম স্মরণ করিয় ভীত। রাজকুমারী কাণভূগর প্ররোচনার রাজা অবশেষে প্রস্তাব অগ্রাহ করিয়া উত্তর দিলেন। গৌড়েশ্বরের সৈন্ত হরিপালের রাজ্য অবরোধ করিয়াছে। রাজকুমারী কাপড় স্বয়ং যুদ্ধ-ক্ষেত্রে অবতীর্ণ। তাহার সাহায্যার্থে স্বয়ং চণ্ডীদেবী তদার ডাকিনী ধুমসকে প্রেরণ করিয়াছেন। গৌড়েশ্বরের সৈন্তগণ ভূত-প্রেতের হস্তে পরাজিত। সেনাগণ দানাগণ (৩) সমরে নিদারুণ ছ-দলে করে হানাহানি ৷ রঙ্গিণী রণজয়ী ছন্দুভি বাজই ঘন ঘোর গাজহ (৪) দাম। (১) অতেব = অতএব। রে অধম কাম্বা, আমি সেন মহারাজের অনিষ্টের আশঙ্কায়ই সত্যরক্ষা করিতেছি, এজন্য এবার তুই রক্ষা পাইলি। (২) যে কুঠার দড়ির সঙ্গে বাধা থাকে, এবং যাহা দূরে নিক্ষেপ (৩) দানবগণ। (৪) গৰ্জ্জন করে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।