পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত—ঘনরাম—১৭১৩ খৃষ্টাব্দ। মহামদ তাহাকে গোপনে কতক অর্থ দিয়া বশীভূত করিয়া মিথ্য সাক্ষ্য দিতে প্রতিশ্রুত করাইল। কিন্তু রাজসভায় যাইয়া বাইতির মতি ফিরিয়া গেল এবং সে সত্য কথা কহিয়া ফেলিল। মহামদ পাত্র অতিশয় ক্রুদ্ধ হইয়া হরিহরকে চৌর্য্যাপরাধে অভিযুক্ত করিয়া বিচারে শূল দেওয়ার ব্যবস্থা করিলে হরিহর ভগবানের প্রতি নির্ভর-পরায়ণ হইল। এই প্রসঙ্গ পূর্ব্ববর্তী এক কবির রচনা হইতে উদ্ধত করা হইয়াছে। পাঠকের সুবিধার জন্ত গল্পভাগ সংক্ষেপে এখানে পুনরাবৃত্ত হইল। সেন বলে মোর সাক্ষী প্রভু পরাৎপর। অপরঞ্চ প্রমাণ বাইতি হরিহর। পাত্র বলে সত্য মানি বাইতির বোল। রাজা বোলে তবে তো ঘুচিল গণ্ডগোল॥ রামপদ-কোকনদ বিপদ-বিনাশী। ভণে বিপ্র ঘনরাম কৃষ্ণপুরবাসী॥ সভামাঝে ছিছি করে সঞ্চরে নরক। স্বভাব না ছাড়ে তন্তু দুষ্টশীল ঠক॥ মিছা আড়ি রাখিতে মজায় পরকাল। পাত্র ভাবে হরিহরে করিব নেহাল॥ মিথ্য সাক্ষী দেয় যদি ধন পেয়ে ধূতি (১)। বিদায় হইল পাত্র ভাবিয়া যুকতি॥ ভূপতির ভাণ্ডারে অঞ্জলি দুই তিন। পরিমাণ ধন লয়ে ধায় ধর্ম্মহীন॥ রজত কাঞ্চন কত হীরা মণি মতি। কুমতি (২) বাইতি বাড়ী দিতে যায় ধুতি। হরিহর বলি পাত্র ঘন ঘন ডাকে। তবাসে বাইতি কোণে ওত করে ঢাকে॥ মনে করে মামুদা (৩) মজাতে পাড়া এলো। আপন স্বভাব পাত্র মনে সাক্ষী নিল॥ পাত্র বলে শুনহে এসেছি ধাওয়া ধাই। করহ বন্ধুর কাষ লাজ রাখ ভাই॥ (১) পুরস্কার। (২) কুমতি মহামদ মোহুষ্ঠা পাত্র)। (৩) মহামদ পাত্র। 8.S영 হরিহর বাইতি। পাত্রের চেষ্টা।