88b" বঙ্গ-সাহিত্য-পরিচয়। ময়নামগুলে তোরে ধরাইব ছাত। (১) ওখানে অপর কেহো হতে নাই হাত॥ পিতামাতা সঙ্গে সেন বান্ধিব এই খানে। তুমি যদি মিথ্যা সাক্ষী বল রাজস্থানে॥ নয়নে না দেখি আমি পশ্চিম-উদয়। রাজা জিজ্ঞাসিলে কবে না করিবে ভয়॥ জয়যুক্ত হই তবে শক্র হয় হেট। এত বলি নানা ধন পাত্র দিল ভেট॥ হেট মাথা হয়ে যুক্তি ভাবিল বাইতি। পরকালে পরমাদ বিভোগ সম্প্রতি॥ মিথ্যা সাক্ষী বলিলে মজিবে পরকাল। মলে কে দেখিতে যাবে করি ঠাকুরাল॥ কত কষ্ট পাব নিত্য কাধে বতে ঢাক। বসে করি বিলাস বাড়াই নামডাক॥ (২) ধন দেখে ধৈর্য ধরিতে নারে ধন্ত। হরিহরে হেন বুদ্ধি কি করিবে অন্ত। ধর্ম্ম ছাড়ি বাইতি করিল অঙ্গীকার। মিথ্যা সাক্ষী মহাপাত্র দিব দশবার॥ হরিহরের লোভ। ভাল বলি পাত্তর চলিল কুতূহলে। বাইতি বনিত হেথা গিয়াছিল জলে॥ অকস্মাৎ দেখে রামা অন্ধকার সব। স্বামী সপ্তপুরুষ করিছে কলরব ৷ অন্তরীক্ষে অধোমুখে উদ্ধ করি প। বাইতিনীকে ডেকে বলে শুন ওগো মা ৷ ধন পেয়ে মিথ্যা সাক্ষী দিবে তোর পতি। এতেক পুরুষ তার যায় অধোগতি॥ অঙ্গীকার করিতে হয়েছি অধোমুণ্ডে। পিতৃপুরুষের দুৰ্গতি। কহিলে অমনি যাব নরকের কুণ্ডে। (১) লাউসেনের অধিকৃত ময়নাগড়ের রাজত্ব তোমাকে দিব। (২) ঢাক কাধে বহিয়া আর কত কষ্ট পাইব; বসিয়াই বিলাসের দ্রব্যাদি পাইব এবং নামডাক (যশঃ) প্রচারিত হইবে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।