পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 o স্ত্রীর উত্তর। স্ত্রীর উপদেশ অবহেলা। রাজ-সভায় বাইতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। রামা বলে অর্থ নাথ অনর্থ কারণ প্রসেন ধনের লোভে হারাল জীবন॥ অর্থ হেতু উদ্বেগ পাইল সত্রাজিৎ। অন্য থাকুক কৃষ্ণচন্দ্র অখিল-পূজিত। রঘুরাজা যেহেতু কুবেরে করে বল। (১) অনর্থ কারণ অর্থে কিছু নাহি ফল। বল না বিলাসে আর কত কাল জীবে। সত্য বল শতেক পুরুষ স্বর্গে যাবে। পিতৃলোক প্রসন্নে প্রসন্ন দেবগণ। অর্থ কিছু নয় নাথ ধর্ম্ম বড় ধন॥ দৈব-বলে (২) বসে থাক বাইতির বেটী। তু মোরে বুঝাবি কি ধর্ম্ম পরিপাটী ৷ মিথ্যা সাক্ষী কহিলে নরকে হয় বাস। না কহিলে হাতে হাতে সদ্য সর্ব্বনাশ॥ রামা বলে যথা সত্য তথা হয় জয়। আচরিলে অধর্ম্ম অবশ্য আছে ক্ষয়॥ এত শুনি ক্ষমা নাই বাইতির চিতে। রাজ-আজ্ঞা হলো হেথা সাক্ষ্য বলাইতে॥ লঘুগতি এলো দূত বাইতির কাছে। সাক্ষী দিতে বাইতি আগিয়া আছে নাছে॥ দেখা হৈল দুজনে সন্তাষে ভাই ভাই। শ্লেষ মাত্র বলিতে চলিল ধাওয়া ধাই॥ রাজার নিকটে আসি নোঙাইল শির। ঘনরাম ভণে যার নাথ রঘুবীর॥ রাজা বলে শুন হে বাইতি হরিহর। সত্য সাক্ষী দিবে তুমি সভার ভিতর॥ হয়েছে নয়েছে কিবা পশ্চিমে উদয়। রাজা এত কহিতে পণ্ডিত সব কয়॥ সাবধানে শুন ওহে এই ধর্ম্মসভা। ইহাতে সঙ্কট বড় সত্য কথা কবা॥ (১) রঘুরাজা অর্থের জন্তই কুবেরকে আক্রমণ করিয়া লাঞ্ছিত করিয়াছিলেন। (২) দেবতার উপর নির্ভর করিয়া।