8&ર লাউসেনের পুরস্কার। পাত্রের ক্ষেণভ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দেখেছি শুনেছি তায় দিয়েছি ধুমুল (১)। রাজা বলে সত্য সত্য এ কথার মূল ৷ সবে বলে সাধু সাধু সেন মহাশয়। ধন্ত ধন্ত হরিহর বাইতি-তনয়॥ উঠিল আনন্দ-ধ্বনি জয় জয় বোল। আনন্দে বিভোল রাজা সেনে দিল কোল॥ ভাগ্যবতী রঞ্জারাণী আর কর্ণসেনে। মহারাজ খালাস করিল সেই ক্ষণে॥ (২) করে ধরি কর্ণসেনে কহিলা ভূপতি। ক্ষমা দিবে যত দুঃখ পেলে দৈবগতি॥ সেন বলে দুঃখ সুখ সব কর্ম্মফলে। তোমার কি দোষ মোর আছিল কপালে ৷ কহিতে কহিতে আঁখি করে ছল ছল। প্রবোধিয়া নিল রাজা ভিতর মহল॥ রঞ্জাবতী কর্ণসেনে করিল সম্মান। স্বর্গে বাজে দুন্দুভি প্রসন্ন ভগবান। দুই কুনে (৩) হালা হোলে উঠিল আনন্দ। পাত্তর লৈয়া শুন চাতুরী প্রবন্ধ। পাত্তর যেমন রয় জোকের মুখে চূণ। তাপের উপরি তাপ বাড়ে দশ গুণ॥ সাক্ষ্য বলে হরিহর চলে গেল বাড়ী। কোপে ওষ্ঠ কাপে পাত্র মুচুড়িছে দাড়ি॥ মেনে ছেড়ে আড়ি (৪) হৈল বাইতি উপর। ধনচের ঢেসায় পাঠাব যমঘর॥ এত ভাবি ভাণ্ডারে প্রবেশ করে ছলে। ধন চুরি গেল বলে বাধিল কোটালে। (১) তদুপলক্ষে ঢাক বাজাইয়াছি। (২) লাউসেনের পিতা কর্ণসেন ও মাত রঞ্জাবতী পশ্চিমে উদয় প্রদর্শনের অপেক্ষায় বন্দী ছিলেন, তাহারা মুক্তি পাইলেন। (৩) রঞ্জাবতী ও গৌড়েশ্বরের মহিষী দুই সহোদরা ছিলেন। (a) শক্রতা।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।