পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বহু—১৭৩৭ খৃষ্টাব্দ। 8(:Գ ধর্ম্ম-মঙ্গল হইতে আকারে বৃহত্তর হইবে। যে পর্য্যন্ত জানা যায়, তাহাতে ইহার একখানি মাত্র পুথি পাওয়া গিয়াছে। পুথিখানি ১৫০ বৎসরের প্রাচীন ও আমার নিকট আছে। এই পুথি আমার নিকট হইতে লইয় গিয়া শ্রীযুক্ত অনাথনাথ বস্থ মহাশয় কায়স্থ-পত্রিকায় একটি প্রবন্ধ লিথিয়াছিলেন। পশ্চিমে সূর্য্যোদয় করাইবার জন্য লাউসেনকে নিয়োগ। একদা গৌড়ে ভয়ানক জলপ্লাবন হয়। লাউসেন ধর্ম্মপূজা করিয়া তাহা নিবারিত করেন, এজন্য গৌড়েশ্বর তাহাকে পুরস্কৃত করেন। মাতুল মহামদ হিংসানলে দগ্ধ হইয়া লাউসেনের দ্বারা স্বর্য্যকে পশ্চিমে উদয় করাইবার প্রস্তাব করেন। উদ্দেশ্য, এই অসম্ভব ব্যাপারে অসমর্থ হইয়া লাউসেন রাজ-দ্বারে দণ্ডিত হইবেন। নানা ধন নৃপতি দিলেন লাউসেনে। উসেনকে পুরস্কার পাত্র (১) বলে ইহাকে আদর এত কেনে॥ করার মাছস্তার ঝড় বৃষ্টি বাদলের বটে এই রীত। মনঃকষ্ট। ত্রিবাসর অথবা অষ্টাহ কদাচিৎ॥ মঙ্গলের বাদল মঙ্গলে ভাঙ্গ্যা যায়। ভাগিনা কি কাষ কৈল ধন দেও রায়। (২) বুঝা মুজ্য কার্য্য কর এই সে বিহিত। অপাত্রে করিলে দান বড় অনুচিত॥ পাত্র যত কিছু বলে না শুনেন রায়। মাহুদ্যা আপন মনে সদা দুঃখ পায়॥ দিন কথো (৩) গৌড়েতে আছেন দুই ভাই (৪)। গোকুলে বিহার যেন কানাই বলাই॥ খণ্ড পূজা (৫) কৈলা যদি রাজা গৌড়েশ্বরে। মড়ক লাগিল দেশে প্রজা নিত্য মৰে॥ (১) মাহুস্থা। (২) যে বন্যা নিবারণের জন্ত লাউসেনকে পুরস্কার করিলে, তাহ আপনি চলিয়া গিয়াছে; ইহাতে লাউসেনের কৃতিত্ব কিছুই নাই। (৩) কত। (৪) লাউসেন এবং তাহার ভ্রাত কপূর। (৫) মাহুস্থ মন্ত্রী দেখিলেন ধর্ম্মপূজা করিয়া লাউসেন সর্ব্বদা বিজয়ী; এজন্য তিনি গৌড়েশ্বরের দ্বারা একটা ধর্ম্মপূজার উৎসব আরম্ভ। করাইয় দেন; কিন্তু কোন কারণে সেই পূজা অসম্পূর্ণ থাকিয়া যায়,— এই অসম্পূর্ণ খণ্ড ) পূজার জন্য ধর্ম্ম ক্রুদ্ধ হন। ○ グ