8(rb" খণ্ডপুজায় বিপদ। পশ্চিমোদয়ে নিয়োগ সংকল্প। বঙ্গ-সাহিত্য-পরিচয়। আপদ বালাই অনুক্ষণ উল্কাপাত। অমঙ্গল বজ্জর নির্ঘাত অকস্মাৎ॥ অন্ন-বস্ত্র-ছাড়া সব ধনীদের ঘরে। অনাবৃষ্টি দেশেতে মেদিনী শস্ত হরে॥ নাছের (১) ভিখারী হল্য লক্ষের ঠাকুর। গৌড় ভাঙ্গ্যা প্রজা লোক যায় দূরাদুর॥ উৎপাত অনেক হল্য গৌড়ীবনী মাঝ। পাত্রকে তেখন জিজ্ঞাসেন মহারাজ॥ এ দেশে এ দশা পাত্র হল্য কোন পাপে। রাতে দিনে স্বস্তি নাঞি এই অনুতাপে॥ এত শুনি মহাপাত্র ভাবে মনে মন। ভণে নরসিংহ নবমল্লিকা-নন্দন ৷ হেট-মুখে নাবড়ি (২) ভাবেন পাত্রবর। ভাগিনাকে কি করা পাঠাই যমঘর॥ বারে বারে বেটা সব কার্য্য করে জয়। এবার পাঠাব দিতে পশ্চিমে উদয় ৷ পশ্চিমে উদয় রবি দৈবে নাঞি হব। এবার সেনের বেটা সেখানে মরিব ৷ এই পরামর্শ মনে করিয়া বিস্তর। যোড়হাতে বলে ভূপতির বরাবর॥ দেশ শুদ্ধ্যা ধর্ম্মপূজা কর্যাছিলে রায়। দ্বিধা হৈল বার মতি (৩) ধর্ম্মের পূজায়। অতএব লোকের অধর্ম্ম হইল বাড়া। এই অপরাধে ধর্ম্ম হল্যা গৌড় ছাড়া॥ ধর্ম্ম যথা নাঞি তথা সকলি অনিত। অতএব এদেশে হয়্যাছে বিপরীত। (১) যাহারা দ্বারে দ্বারে নৃত্য গীত করিয়া দু এক পয়সা উপার্জন করিয়া থাকে। (২) গুরুতর রূপে। (৩) ধর্ম্ম-পূজোপলক্ষে এই বারমতি’ শব্দ নানা স্থানে পাওয়া যাইতেছে। কেহ কেহ মনে করেন, ইহা ‘ব্রহ্মাতি’ শব্দের অপভ্রংশ, কেহ বলেন বার দিন ধর্ম্মের পূজা হয় এজন্য ইহাকে বার মতি বলে। শেষোক্ত অর্থই প্রশস্ত মনে হয়। তাহা হইলে এই ছত্রের অর্থ এই প্রকার –ধর্ম্মের ১২ দিনের পূজা দ্বিধা অর্থাৎ খণ্ডিত হইল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।