ধর্ম্মরাজের গীত–নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। 8(సి এই পাপে ভূপতি তোমার নাঞি গতি। এত দূরে সাঙ্গ হল তোমার রাজত্ত্বি। থগুপূজ কৈলে হয় ধবল (১) পাথর। দান ধ্যান সকল মজাল্যে নৃপবর॥ এত শুনি রাজার চঞ্চল হল্য মন। হাতে ধরা পাত্রের ভূপতি কিছু কন। কোন কার্য্য করি পাত্র করি কোন দান। কি করিলে এই পাপে পাই পরিত্রাণ ৷ পাত্র বলে মহারাজ করি নিবেদন। মন্ত্রীর উপদেশ। অপরঞ্চ দানে নাঞি এ পাপ মোচন ৷ পশ্চিমে উদয় যদি দেখেন ভূপতি। তবে এই পাপ হত্যে পাও অব্যাহতি ৷ অন্ত পাপ হল্যে রাজা আছে প্রতীকার। পশ্চিমে উদয় বিনে নাহিক নিস্তার॥ বার দণ্ড দেখ যদি পশ্চিমে উদয়। তবে দেশে সভার পাতক দূর হয়। পুণ্যের শরীর হলো নাহিক অপায়। - পুণ্যবান জনকে যমের নাহি দায় ৷ এত শুনি ভূপতি ভাবেন মনে মনে। পশ্চিমে উদয় রবি হবেক কেমনে॥ - কত যুগ বয়্যা গেছে কোথাও না শুনি। পশ্চিমে উদয় করে কোথা দিনমণি॥ কার সাধ্য এ কায করিতে পারে কে। সবিশেষ এহার (২) পাত্র বল্য দে। পাত্র বলে অবধানে শুন নৃপবর। সর্ব্বকাল লাউসেন সেবে দিবাকর ৷ স্বর্য্যের সেবক সেই বিখ্যাত ভুবনে। পশ্চিমে উদয় দিতে পারে সেই জনে॥ সেন বিনা এ কার্য্য অন্তের সাধ্য নয়। অতেৰ তাহাকে আজ্ঞা হুকু মহাশয়॥ (১) শ্বেতরোগ। (২) ইহার।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।