8Sురి লাউসেনকে অনুরোধ। লাউসেনের উত্তর। মাতুল মাহুদ্যা-পাত্রের ক্রোধ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত শুনি মহারাজ সেন-পানে চান। হাতে ধর্য বচন বলেন বিদ্যমান ৷ অনেক কর্যাছ কার্য্য প্রাণধন বাপ। এবার ঘুচায়্যা দেও মোর এই পাপ ৷ অস্তাচলে যায়্যা দেহ পশ্চিমে উদয়। তোমা বিনে এ কার্য্য অন্যের সাধ্য নয়॥ শুনিএঃ রঞ্জার বেটা বলেন বচন। এত যুগ বয়্যা গেছে না শুনি কখন। পশ্চিমে কি করা হয় পূর্বের উদয়। অসম্ভব বাক্য শুন্য মনে হল্য ভয়॥ যতি যোগী নহি আমি যোগীন্দ্র সন্ন্যাসী। যোগ জপ নাঞি জানি আমি গৃহবাসী ৷ দেবতারা আমার নহেন আজ্ঞাকারী। আমি কোন শক্তে পশ্চিমে উদয় দিতে পারি। দেবের অসাধ্য কথা পশ্চিমে উদয়। আমা হত্যে এ কার্য্য কি করিয়া হয় ৷ এত শুনি মহাপাত্র কাপে থর থর।, অরুণ লোচন হল্য চঞ্চল অধর॥ নিদারুণ বাক্য বলে সভা বিদ্যমান। ভাগিনী ইদানীং বড় হয়্যাছে সেয়ান॥ সর্ব্বকাল বলে মোর ধর্ম্মপক্ষ বল। বড়াই করিয়া বোলে ঘুচাল্য বাদল। (১) নানা ধন রাজাকে ভুলায়্যা নেই নিত। কার্য্যকালে কয় বেটা কথা বিপরীত। (২) ময়না কাঞ্চনপুরী (৩) বস্তা ক্ষেম (৪) খায়। ভাল মন্দ হল্যে কিছু নাহি লাগে দায় ৷ (১) সর্ব্বদা ‘ধর্ম্ম আমার পক্ষাবলম্বী বলিয়া থাক এবং বাদল (বন্ত ) নিবারণ করিয়াছ বলিয়া গৌরব করিয়া থাক। (২) রাজাকে ভুলাইয়া প্রচুর অর্থ নিয়াছ, এখন কার্য্যকালে বিপরীত কথা কহিতেছ। (৩) কাঞ্চনপুরী তুল্য ময়না দেশ। - (৪) ক্ষেম অর্থ মঙ্গল। এখানে অর্থ খয়রাত, দান।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।