পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। 8○> সভামাঝে বসিয়া কথার পরিপাটী। মিছা সাচা কথা কয়্যা করে দিন কাটি (১)। রাজ-আজ্ঞা রদ করে এতেক বড়াই। মুখ পায়াছিল বেটা তোর দোষ নাই। ভাল চাসি এখনি উদয় দিতে (২) যা। নতুবা সর্ব্বস্ব তোর লুট্যা নিব গ৷ পাত্রের দাপুনি (৩) শুষ্ঠা সেন হল্য চুপ। হাতে ধর্যা তখনি বলেন কিছু ভূপ ৷ এবার এ কার্য্য আবশ্যক (৪) যাতে চাও। .." অন্ত মত করত মাএর মাথা খাও ৷ লাউসেন বলেন রাজার বাক্য শুনি। অবধানে শুনহ গৌড়ের চূড়ামণি॥ পশ্চিম উদয় যদি দেখিবারে চান। জননীকে জিজ্ঞাসা করিব সমাধান। আমি শিশু নাঞি জানি এ সব বারতা। কোন দেশে যাব অস্তাচল বটে কোথা। জননীকে জিজ্ঞাসিলে পাইব বিশেষ। তবে পশ্চিম উদয় দিতে যাব সেই দেশ ৷ সেনের শুনিএঃ বাক্য রাজা দিলা সায়। লাউসেনে কল্য রাজা ঘরকে বিদায় ৷ দেখিয়া পাত্রের মুণ্ডে পড়িল বজ্জর। প্রপঞ্চ (৫) করিয়া কহে রাজার গোচর। পাগল হয়্যাছ পারা আপনে ভূপাল। সেনকে বিদায় কর্য বাড়াবে জঞ্জাল ৷ তোমার সাক্ষাতে কেবল চাপচুপে থাকে। ঘর গেলে কোন জনা পায় বা উহাকে॥ এই লাউসেন যায়্যা হব দশগুণ। দ্বিতীয় রাবণ কিবা সহস্র অর্জন (৬)। (১) দিন কাটায়। (২) পশ্চিমে উদয় করাইতে। (৩) দন্তপূর্ণ উক্তি। (৪) অবশু। (৫) ছল। (৬) কার্ত্তবীর্য্যার্জন।