8Ꮼ& বঙ্গ-সাহিত্য-পরিচয়। এক ভাবে সেখানে পূজিবে মায়াধর। ধর্ম্ম কৃপা কর্য দিব উদয়ের বর॥ মনোবাঞ্ছা সিদ্ধ হব শুন বাপধন। সর্ব্বকাল অনাথের নাথ নিরঞ্জন॥ এত বলি লাউসেনে করিলা বিদায়। গলাগলি করিয়া কান্দেন উভরায়॥ মা বাপের আগে কনকপূর পাতর। আজ্ঞা হলো যাই হয়্যা দাদার দোসর (১) ৷ এত শুনি লাউসেন বলেন বচন। বৃদ্ধ পিতা মাতা বন্দী যাব দুই জন॥ উপযুক্ত এ নয় আমার কথা রাখ। মা-বাপের সেবায় আপনে এথা থাক॥ পিতামাতা ও কর্পরের বিদায় হইলা সেন মা-বাপ-চরণে। নিকট বিদায় গ্রহণ। কোলাকুলি করিলেন কপূরের সনে। বাচ্য আল্যা (২) পুনশ্চয় হবেক দরশন। কপূর বলেন দাদা সখা নিরঞ্জন। পশ্চিম উদয় দিয়া আসিবে আগার। ভণে নরসিংহ বস্থ প্রবন্ধ পয়ার॥ শুভক্ষণে যাত্রা করে রঞ্জার কুমার। অবিলম্বে হইল ভৈরবী গঙ্গা পার। মরমে অধিক দুঃখ বাপের বন্ধনে। কান্দিতে কান্দিতে যান অঝোর নয়নে ৷ অবিলম্বে পাল্য গিয়া ময়ন-ভুবন। কলিঙ্গার (৩) সমুখে দিলেন দরশন। মহিষীগণের নিকট কান্দিতে কান্দিতে রায় কন সমাচার। বিদায়। পশ্চিমে উদয় দিতে আদেশ রাজার॥ মামা মোর বিপক্ষ সাপক্ষ কভু নয়। গুলবন্ধী রহিলা জনক মহাশয় ৷ (১) সহায়। (২) বাচিয়া আসিলে। (৩) কলিঙ্গ লাউসেনের পাটরাণী।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।