পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত–নরসিংহ বস্থ–১৭৩৭ খৃষ্টাব্দ। 8○? জননী রহিল আর কপূর পাতর। পশ্চিম-উদয় দিতে আমি আলু ঘর। এত শুনি চারি রাণী কান্দ্য গড়াগড়ি। বাড়া অনুতাপ বন্দ শ্বশুর শাশুড়ী॥ (১) বাহির মহলে সেন দিল দরশন। লাউসেন কর্তৃক দর- বারে স্বীয় অবস্থ৷ জয়পতি কালু বীরে (২) ডাকেন তখন॥ জ্ঞাপন ও বিদ শাক শুকা দোলই (৩) সকল দিল দেখা। উদ্যোগ। প্রজা সব আইল নাহিক তার লেখা ৷ বিরলে বসিঞী যুক্ত সভার সহিত। রাজশোভা ইদানীং হ্যাছে বিপরীত। অবোধ ভূপাল মামা পাষাণ-হৃদয়। দেখিবারে চান রবি পশ্চিম-উদয়॥ কারাগারে বন্দী কর্য রাখ্যাছিল রায়। গুলবন্দী জনক নিগড় তার পায় ৷ জননী রহিলা আর কপূর পাতর। পশ্চিম উদয় দিতে আমি আলু ঘর। অত্যাবশুক হল্য ভাই যাইতে হাকণ্ড। পশ্চিমে উদয় দিতে হইব বার দণ্ড॥ (৪) যদ্যপি ইহাতে কিছু অন্ত মত হয়। তবে মা বাপের প্রাণে রয় বা না রয়॥ বিলম্বের কার্য্য নাই শীঘ্র যাত্যে চাই। সাঙ্গজাত (৫) তরণী সাজায়্যা দেহ ভাই। এত শুনি মণ্ডল হইয়া ত্বরান্বিত। যাজপুর হত্যে শীঘ্র আনাল্য পণ্ডিত (৬)। (১) শ্বশুর শাশুড়ী বন্দী হইয়াছেন, এই সংবাদেই প্রবল ( বাড়া ) শোক উপস্থিত হইল। (২) জয়পতি মণ্ডল ও কালুডোমকে। (৩) লাউ সেনের প্রধান সৈন্যগণের নাম। (৪) পশ্চিম হইতে স্বর্য্যকে বার দণ্ডের জন্য উদয় করাইতে হইবে। (৫) সঙ্গে লইবার দ্রব্যাদি। (৬) এই পণ্ডিত শূন্ত-পুরাণকার, ধর্ম্মপূজার স্বপ্রসিদ্ধ পদ্ধতিরচয়িতা ও পুরোহিত রামাই পণ্ডিত। |