পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ჯyb রামাই পণ্ডিতের নিকট উপদেশ গ্রহণ। পূজার জন্য লোকজন ও উপকরণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সেন বলিছেন শুন ঠাকুর রামাই। পশ্চিম-উদয় হেতু পূজিব গোসাঞি। চরণে ধরিয়া বলিব নির্ব্বিশেষ। পশ্চিম-উদয় দিতে যাব কোন দেশ। আছের পণ্ডিত তুমি কর্যাছ গাজন। পূজার কারণ চাই কি কি আয়োজন। পুথি দেখ্যা পণ্ডিত পূজার দেন বিধি। এক ভাবে পূজিতে গুণের গুণনিধি। চারি দিকে ধাইল অনেক লোক জন। আয়োজন কর্য সভে হয়্যা একমন। বার ভক্ত্যা (১) আদর্য (২) আনিল মহারাজ। যতন করিয়া নিল বরণের সাজ॥ ভাণ্ডারী ধামাতি কান্ত এ চারি পণ্ডিত। গাএন বাএন নিল গাওয়াইতে গীত ৷ ভোগহেতু সাথে নিল এ চারি আমিনি। (৩) রূপে গুণে দেখে যেন সিংহল-পদ্মিনী ৷ নব দণ্ড ষোল শঙ্খ বত্রিশ আলম। জল সাখএরে নিল পবিত্র আশ্রম॥ ঘর কাণ্ডারের সজ্জ চালু মুক্তাহার। হরীতকী কদলী গুবাক কওআর॥ ঘেচি কড়ি কৃষ্ণতিল কলাই মন্থর। জাতীফল আস্ত্র নিল সুরঙ্গ সিন্দুর। রথ-থরে তুল্য নিল ধর্ম্মের পাদুকা। সাগের প্রধান সঙ্গে হরিহর ঢেক্য॥ সন্ন্যাস করিতে নিল গামারের কাট (৪)। অৰ্দ্ধচন্দ্র সূচীমুখী কাটার চিপাট। কজ্জলি মাণিক পাট নিল ক্ষুরধার। ধূপ ধূনা পরিপাটী বিশাশয় (৫) ভার। (১) দ্বাদশজন ভক্ত। (২) আদর করিয়া। (৩) চারিটি সুন্দরী রমণী পূজার জন্ত সঙ্গে লওয়াতে ধর্ম্মপূজার তান্ত্রিক অনুষ্ঠান দৃষ্ট হইতেছে। (৪) গামার বা গম্ভীরা কাষ্ঠ, পূর্ব্বকালে এই কাঠ দিয়া পীড়ি প্রস্তুত (৫) এক শত বিশ।