পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধর্ম্মরাজের গীত-নরসিংহ বহু—১৭৩৭ খৃষ্টাব্দ। 8Ꮔ☾ কালুর স্ত্রী লখা ডুমুনী ধর্ম্মের বরে বিনিদ্র। কালুর নিদ্রাভঙ্গ। দেবী-পূজা। দেবীর অভিশাপ। স্থরাপানে কালুর মত্ততা। বাস-ঘরে বস্ত লখা ধর্ম্মপূজা করে। ইন্দা ব্যাটা না জানিয়া গেল সেই ঘরে। চরণের তালি (১) লখা শুনিবারে পায়। বিনিদ্র লিখা ডুমুনী। ঘরে হত্যে কেরে’ ‘কেরে” করিয়া বার্যায়॥ কর্তৃক চোর তাড়ন। চোর চোর বলিয়া চঞ্চল ইন্দ্রজাল। পালায় পবন-বেগে ফেলে খড়গ ঢাল॥ হাতে পান করা চোর পালায় সকল। ভণে নরসিংহ বহু ধর্ম্মাপেক্ষ বল। উৰ্দ্ধশ্বাসে ইন্দা গেল পাত্রের গোচর। বিশেষ বারতা বলে যুড়ি দুই কর॥ ময়না নগরে মোরা দিয়াছি নিন্দ্যাট। ঘোর নিদ্রা সভাকে ধর্যাছে পরিপাটী ৷ একে একে ভ্রমণ করিল পাড়া পাড়া। কাকপক্ষ কাহার না পাওয়া যায় সাড়া। ময়নার গড় যদি করিতে চাহ জয়। নিবেদন করি তার এই সে সময়॥ এত শুনি মহাপাত্র হল্যা আনন্দিত। বার ভূঞা লয়্যা যুক্তি করেন বিহিত॥ ঘোর নিদ্রা সভাকে ধর্যাছে পরস্পর। চাপে চুপে বেড় সভে ময়না নগর॥ সাবধানে থাক যেন কাম্বা (২) না পালায়। ময়না অবরোধ। রণজয় হইলেই যাব মহলায়॥ (১) শব্দ। (২) কালুম্বা = কালু সিং ডোম।