পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SGレー বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত রাত্রে এথা কেন বলে ধীরে ধীরে॥ কালু বীর বলেন সম্বন্ধে তুমি মাস্বী (১)। আমাকে উচিত আগে তোমাকে সন্তাষ॥ ছোট বড় বল্য কিছু না ভাবিহ মনে। রামের মিত্রত ছিল গুহকের সনে॥ আল্যাম তোমার ঘর গুন বিবরণ। মহাপুজা হেতু কিছু চাহি যে কারণ। মহামায়া পূজিব মনের অভিলাষ। এত শুনি শুড়ী ভাবে আজি সর্ব্বনাশ॥ স্ববিধি লজঘন। দেশে মানা আপনে কর্যাছে মহাশয়। আজ্ঞা নাড়ে এমন যোগ্যতা কণর হয়॥ যাবৎ না হব রবি পশ্চিমে উদয়। মোর দেশে অনাচার তাবৎ না হয় ৷ দুটা মাথা চারি কাণ রাখে কোন জন। দণ্ড দিতে কার ঘরে এত আছে ধন॥ ছয় মাস হল্য নাঞি ছয়ালের কায। হেরে দেখ ভাঙ্গ চুরা পড়া আছে সাজ॥ উপজীব্য ছাড়া হয়্যা অন্ন নাঞি ঘরে। এক সন্ধ্যা ভিক্ষীয় উদর নাঞি ভরে॥ শুনিয়া শুড়ীর কথা কালুসকোপিত। সাথে হর্য জামাঞি বলেন যথোচিত॥ আমি আনু মোকে বেটা করিল নিরাশ। শুড়ীর মাথায় মার পয়জার পঞ্চাশ॥ ঢালহ ভাগকুলি মাথায় মার জুতা। লোকমুখে শুনি সর্ব্ব বুদ্ধি হরে গু তা॥ কোণে পুতা ছিল তার মদ সাত খান। বারি কর্য দিলেক ডোমের বিদ্যমান॥ মদ পায়্যা কালুর আনন্দ হল্য মন। ষাটি দীঘি চলিল যতেক ডোমগণ। পরিপাটী পূজায় আনন্দ অতিশয়। ভণে নরসিংহ নবমল্লিকী-তনয়॥ (১) মেসো।