ধর্ম্মরাজের গীত-সহদেব চক্রবর্তী—১৭৪০ খৃষ্টাব্দ। 8b な আগে নৌকা উড়িল পশ্চাৎ পুড়িল মাঝে বায় উড়িল ধূলা। সরিষা ভিজাইতে জল বিন্দু নাই ডুবিল দেউল চুড়া। (১) বাঘে বলদে হাল জুড়িমু মৰ্কট হৈল কুষাণ। জলের কুম্ভীর হুড়া ঝাড়ি গেল মুষিকে বুনিল ধান॥ তালের গাছে শোলের পোনা (২) সম্লতান ধরিয়া খায়। সাগর মাঝে কৈ মৎস্ত মুড়লি পঙ্গু পলুই লইয়া ধায়। (৩) মধ্য সমুদ্রে দুয়াড়ি পাতিনু সাজকি পড়ে কাকে বাক। মহিষ গণ্ডার ডরায়ে মৈল হরিণী পলায় লাখে লাখ। তৈল থাকিতে দীপ নিবাইনু আঁধার হৈল পুরী। সহদেব গায় ভাবিয়া কালুরায় শরীর বর্ণন চাতুরী। (১) সরিষা ভিজাইবার জন্ত যে সামান্ত জলবিন্দুর প্রয়োজন, তাহ নাই, অথচ বস্তা এত প্রবল যে, দেবালয়ের চুড়া পর্যন্ত ডুবিয়া গেল। প্রত্যেকটা উপমায়ই অসম্ভবকে সম্ভব করিবার ইঙ্গিত আছে। (২) ছা। (৩) সাগরের মধ্যে কৈ মৎস্ত ধরিবার জন্ত খোড়া ব্যক্তি পলুই লইয়া চেষ্টা করিতেছে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।