পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস–জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। 8b~సి কৃত্তিবাসের আত্ম-বিবরণ। পূর্ব্বেতে আছিল বেদানুজ মহারাজা। তাহার পাত্র আছিল নরসিংহ ওঝা। (১) বঙ্গদেশে প্রমাদ হৈল সকলে অস্থির। বঙ্গদেশ ছাড়ি ওবা আইলা গঙ্গাতীর॥ সুখভোগ-ইচ্ছায় বিহরে গঙ্গাকুলে। বসতি করিতে স্থান খুজে খুজে বুলে। গঙ্গাতীরে দাড়াইয়া চতুর্দ্দিগে চায়। রাত্রিকাল হইল ওঝা শুতিল তথায় ৷ পুহাইতে আছে যখন দণ্ডেক রজনী। আচম্বিতে শুনিলেন কুকুরের ধ্বনি॥ কুকুরের ধ্বনি শুনি চারিদিকে চায়। হেন কালে আকাশ-বাণী শুনিবারে পায় ৷ মালী জাতি ছিল পূর্ব্বে মালঞ্চ এখানা। ফুলিয়া (২) বলিয়া কৈল তাহার ঘোষণা ৷ গ্রামরত্ব ফুলিয়া জগতে বাখানি। দক্ষিণে পশ্চিমে বহে গঙ্গা তরঙ্গিণী॥ ফুলিয়া চাপিয়া হৈল তাহার বসতি। ধন-ধান্তে পুত্র-পৌত্রে বাড়য় সন্ততি॥ গর্ভেশ্বর নামে পুত্র হৈল মহাশয়। মুরারি স্বর্য্য গোবিন্দ তাহার তনয়॥ জ্ঞানেতে কুলেতে ছিল মুরারি ভূষিত। সাত পুত্র হৈল তার সংসারে বিদিত॥ জ্যেষ্ঠ পুত্র হৈল তার নাম যে ভৈরব। রাজার সভায় তার অধিক গৌরব॥ মহাপুরুষ মুরারি জগতে বাখানি। ধর্ম্মচর্চায় রত মহান্ত যে মানী ৷ (১) নৃসিংহ ওঝা আরিত হইতে অধস্তন ৪র্থ পুরুষ। ইহার পরবর্তী যে সমস্ত নাম পাওয়া যায়, কুলজী-গ্রন্থের সঙ্গে তাহার সকল গুলিরই ঐক্য দৃষ্ট হয়। (২) নদীয়া জেলার অন্তর্গত রাণাঘাট ষ্ট্রেশন হইতে ৭ মাইল পশ্চিমদক্ষিণে ফুলিয়া গ্রাম অবস্থিত। 'ు: