পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8న - বঙ্গ-সাহিত্য-পরিচয়। মদ-রহিত ওঝা সুন্দর মুরতি। মার্কও ব্যাস সম শাস্ত্রে অবগতি ৷ স্বশীল ভগবান তথি বনমালী। প্রথম বিভা কৈল ওঝা কুলেতে গাঙ্গুলী। দেশ যে সমস্ত ব্রাহ্মণের অধিকার। বঙ্গভাগে ভুঞ্জে তিহ সুখের সংসার॥ কুলে শীলে ঠাকুরালে গোসাঞি প্রসাদে। মুরারি ওঝার পুত্র সব বাড়য়ে সম্পদে ৷ মাতা পতিব্রতার যশ জগতে বাখানি। ছয় সহোদর হৈল এক যে ভগিনী ৷ সংসারে সানন্দ সতত কৃত্তিবাস। ভাই মৃত্যুঞ্জয় করে ষড় উপবাস ৷ সহোদর শান্তি মাধব সর্ব্বলোকে ঘুষি। শ্রীধর (১) ভাই তার নিত্য উপবাসী ৷ বলভদ্র চতুর্ভূজ নামেতে ভাস্কর। আর এক বহিন হৈল সতাই-উদর ৷ মালিনী নামেতে মাতা বাপ বনমালী। ছয় ভাই উপজিলাম সংসারে গুণশালী॥ আপনার জন্মকথা কহিব যে পাছে। মুখটি বংশের কথা আরো কৈতে আছে। স্বর্য্য পণ্ডিতের পুত্র হৈলা নাম বিভাকর। সর্ব্বত্র জিনিয়া পণ্ডিত বাপের সোসর। স্বর্য্যপুত্র নিশাপতি বড় ঠাকুরাল। সহস্ৰ সংখ্যক লোক দ্বারেতে যাহার॥ রাজা গৌড়েশ্বর দিল প্রসাদী এক ঘোড়া। পাত্র মিত্র সকলে দিলেন খাসা যোড়া॥ গোবিন্দ জয় আদিত্য ঠাকুর বসুন্ধর। বিদ্যাপতি রুদ্র ওঝা তাহার কোঙর। ভৈরব-মৃত গজপতি বড় ঠাকুরাল। বারাণসী পর্য্যন্ত কীর্ত্তি ঘোষয়ে যাহার। (১) মুরারি ওঝার নাতি শ্রীধরকৃত রাধার বারমাস্তা’ নামক একটি কবিতা সম্প্রতি পাওয়া গিয়াছে।